দেয়ালের রঙে শীতের আমেজ - Berger Home Diaries
parallax background

দেয়ালের রঙে শীতের আমেজ

By Tasnim Jarin

হেমন্ত হোক কিংবা বসন্ত উজ্জ্বল রঙের সাজে ঘর রাঙাতে আমরা সবাই ভালোবাসি। তবে ঋতু বদলের সাথে প্রকৃতিতে যখন আসে ভিন্নতা, তখন ঘরের ভেতরটাও যদি প্রকৃতির রঙে নিজেকে রাঙিয়ে নেয়, তখন দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। হেমন্তের লাল, হলুদ, সবুজ রঙা পাতাগুলো যখন ধীরে ধীরে বাদামী রঙ ধারণ করে এবং একটা সময় শীতের আগমনে হয়ে ওঠে বর্ণহীন কিংবা সাদা চাদরে ঢাকা। তখন ঘরের দেয়ালের উজ্জ্বল রঙটাও কিছুটা বেমানান মনে হতে পারে। কেননা প্রকৃতির এই পরিবর্তনে ঘরের ভেতরটাও যদি হিম হিম শীতের হালকা এই রঙে সেজে ওঠে, তবে কিন্তু দারুণ হয়!

6169493b0332618cc5ce9b16_shutterstock_1579314958.jpeg

পেস্টেল রঙের মায়াবী শেডগুলো যে শুধু শীতের এই সময়েই মানিয়ে যাবে তা কিন্তু নয়। বরং যারা হালকা রঙ পছন্দ করেন, তারা তো এক কথায় ঠাণ্ডা দেখতে এই রঙগুলোর প্রেমেই পড়ে যাবেন। তবে চলুন পেস্টেল রঙে ঘর রাঙানোর কিছু আইডিয়া নেয়া যাক।

1.jpg

চমৎকার এই কালার প্যালেটগুলো একদিকে বেশ আরামদায়ক অনুভূতি দেয়, অন্যদিকে দেয়ালের রঙগুলো অনেক বেশি হাইলাইটেড মনে হয় না। ব্যক্তিগতভাবে যারা দেয়ালের জন্য হালকা রঙ পছন্দ করেন, তারা সাদা কিংবা অফ হোয়াইট এর বদলে বাসার একেক দেয়ালে রঙ করার জন্য বেছে নিতে পারেন হালকা এই রঙগুলোর যেকোনোটি।

5-Pastel-colors-to-use-in-your-home-décor-1.jpg

সাধারণত ঠাণ্ডা রঙের কথা বলতেই উঠে আসে নীল শেডের কথা। যদিও নীলের ঘরে অনেক অনেক শেড রয়েছে, তবে এখানে বলা হচ্ছে পেস্টেল রঙের কথা। যা মনে করিয়ে দেয় শীতের সময়ের আকাশ এবং সমুদ্রের জলরাশির কথা। ঘরের দেয়ালে নীলের এই প্রকাশ হবে যেন উদারতার রঙ, ঠিক যেন আকাশের মতো। আকাশের বিশাল ক্যানভাসে যেমন লক্ষ লক্ষ তারা থাকে, তেমনি আপনার বাসার দেয়ালও যেন হয়ে উঠবে চমৎকার একটি ক্যানভাস, যেখানে থাকবে ফটোফ্রেম, আর্টওয়ার্ক কিংবা ক্রিয়েটিভ কোন ডিজাইন। সাধারণত ড্রইং রুম কিংবা লিভিং এরিয়ার দেয়াল অন্যান্য রুম থেকে বড় হয়ে থাকে। তাই নীল রঙটি এই ধরনের বড় রুমের জন্য হবে মানানসই। আর তাই নীলের শেড থেকে বেছে নিতে পারেন হালকা টারকুইস, গ্রিন সী, স্কাইলাইন ব্লু এর মতো রঙ।

325-1280x720.jpg

তবে নীল রঙের খুব কাছাকাছি পেস্ট কালার এর সৌন্দর্যও কিন্তু উল্লেখ করার মতো। আকাশের নীল রঙের মতো সমুদ্রের জলের পেস্ট কালারটিও আভিজ্যাতের অন্য আরেক নাম হিসেবে কাজ করে। বাসার প্রধান বেড রুমের দেয়ালের জন্য পেস্ট রঙ ব্যবহার করা যেতে পারে। দিনভর কাজ শেষে ঘরে ফিরে সকল স্ট্রেস দূর করে দিতে রুমের ভেতরটা থাকা চাই স্নিগ্ধ। যেন নিমিষেই সকল ক্লান্তি দূর হয়ে যায়। বিশেষ করে শীতের সময়ে আবহাওয়া বেশ বিষণ্ণ হয়ে ওঠে। আর তাই রুক্ষ এবং বিমর্ষ ভাব কাটিয়ে তুলতে, মায়াবী এই রঙ হবে বেডরুমের জন্য পারফেক্ট।

pastel-wall-colors-for-your-home (1).jpg

অন্যদিকে বাচ্চা বা টিনেজারদের রুমের জন্য পেস্টেল কালার প্যালেটের মধ্যে হালকা গোলাপি, পিচ কিংবা হলুদ বেশ প্রাণবন্ত হবে। বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের রুমের জন্য গাঢ় বা উজ্জ্বল রঙগুলোই বেছে নেয়া হয়। তবে পুরো বাসা জুড়ে শীতের আমেজ ধরে রাখতে খুব গাঢ় কোন কালার প্যালেট দিয়ে রঙ না করে, এ ধরনের প্যাস্টেল রঙও কিন্তু বেশ মানাবে। বাচ্চাদের রুমে এমনিতেও কালারফুল খেলনা, বই থাকে, আর তাই হালকা রঙের কারণে দেয়ালের রঙটাও অনেক হাইলাইটেড হবে না, তেমনি বাসার অন্যান্য রুম থেকে আলাদাও মনে হবে না।   

বাসা জুড়ে পেস্টেল থিমে ঘর সাজানোর জন্য দেয়ালের রঙের পাশপাশি সোফা, কুশন, থ্রো পিলো, রাগস ইত্যাদিও ব্যবহার করা যাবে। এতে করে আধুনিকতার ছোঁয়া যেমন থাকবে ঘরের প্রতিটি কোণ জুড়ে, তেমনি ঘরের লুকটাই বেশ আর্টিস্টিক হয়ে উঠবে।

pastel-pink-wall-paint-for-your-home.jpg

পেস্টেল রঙের থিমে আর্টওয়ার্ক, পেইন্টিং কিংবা মেমোরি ওয়াল বেশ চমৎকার দেখায়। এছাড়া এ ধরনের কালার থিমে উজ্জ্বল রঙ বা চোখে পড়ে এরকম কোন রঙের ডিজাইন, ফার্নিচার, পর্দা এমনকি ফেব্রিকও এড়িয়ে চলা হয়। অন্যথায় রুমের সৌন্দর্যই ম্লান হয়ে যাবে।  

pastel-room-decor-1 (1).jpg

আর তাই শীতের এই তুষারশুভ্র মুহূর্তে প্রকৃতিও যেমন উজ্জ্বল সব রঙ থেকে নিজেকে কিছুটা সময়ের জন্য আড়াল করে রাখে। তেমনি প্রকৃতির এই নির্মলতা ঘরের প্রতিটি কোণে পৌঁছে দিতে এবারের শীতে দেয়ালের রঙে শীতের আমেজ থাকুক অটুট। হালকা রঙের মায়াবী এই শেডগুলোতে ঘরের উষ্ণতা বজায় থাকুক সবসময়।     

  •  
  •  
  •  
  •   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *