By Tasnim Jarin
নতুন বছরের শুরুতে পুরনোর সাথে নতুনত্বের মিশেলে যেকোনো শুরুই হয়ে উঠে প্রাণবন্ত। আর তাই অন্য যেকোনো কিছুর মত ঘরের সাজেও কিছু পরিবর্তন আনার মধ্য দিয়ে নতুন বছর শুরু করা যায় নতুনভাবে। সাধারণত আমরা দেয়ালে এক রঙের পেইন্টই করে থাকি। তবে ঘরের দেয়াল আরও সুন্দর এবং আকর্ষণীয় করতে দেয়ালে ইলিউশন করে নেয়া যেতে পারে। আর এ জন্য বার্জার নিয়ে এসেছে চমৎকার কিছু ইলিউশন, যেখানে বিভিন্ন ধরনের মোটিফের ডিজাইন সহ, ফুল, লতাপাতা, এমনকি অনেক ধরনের কালার থিমের অপশনও রয়েছে।
বাসার অন্যান্য রুমের মত ডাইনিং রুমটিও কিন্তু পরিবারের সবার জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি জায়গা। কেননা ডাইনিং রুমেই চলে পরিবারের সব সদস্যের গল্প-আড্ডা এবং খাওয়া-দাওয়া। আর তাই এই রুমটিকে প্রাণবন্ত করতে প্রয়োজন রুমটি বিশেষভাবে সাজানো। আর এর শুরুটা করা যাক দেয়ালে ইলিউশন করার মধ্য দিয়ে।
দেয়ালে ইলিউশন করার জন্য বার্জারের ইলিউশন এর তালিকায় রয়েছে দারুণ সব ডিজাইন। এর মধ্য থেকে ডিজাইন এবং কালার পছন্দ করে আপনিও ডাইনিং রুমের দেয়াল সাজানোর জন্য বেছে নিতে পারেন যেকোনোটি। তবে চলুন আজকে কয়েকটি ইলিউশন ডিজাইন সম্পর্কে জেনে নেই।
যারা বাদামি বা সোনালি রঙের থিমে ডাইনিং এরিয়টি সাজাতে পছন্দ করেন, তাদের জন্য পাটিপাটা ডিজাইনটি হবে দারুণ এক অপশন। পাটিপাটা-তে প্রাকৃতিক কোন ডিজাইন, ফুল লতাপাতা বা জ্যামিতিক কোন ডিজাইন না থাকলেও, এর একক রঙা ডিজাইনটি যে কারো নজর কাড়বে। দেখতে অনেকটা পাটির মত ডিজাইনের এই ইলিউশনের রয়েছে বেশ কয়েকটি রঙের অপশন। ডাইনিং এরিয়াটি প্রাণবন্ত করে তুলতে এই ইলিউশনটি বেশ মানাবে। কেননা এর উজ্জ্বল কালার প্যালেট এবং সাধারণ ডিজাইনেই ফুটে উঠে এর আভিজাত্য।
ইলিউশনের জন্য আরেকটি চমৎকার অপশন হল কেইন ফরেস্ট। ডিজাইনটির দিকে তাকালে মনে হবে আপনার ঘরের ভেতরেই যেন রয়েছে সুন্দর একটি বন, যেখানে রয়েছে সারি সারি বাঁশ গাছ। ঠিক যেন বাংলার গ্রামীণ কোন চিত্র। ঘরের ভেতরে যারা প্রকৃতিকে ধারণ করতে চান, তারা কোন ধরনের দ্বিমত ছাড়াই এই ইলিউশনটি বেছে নিতে পারেন ডাইনিং রুমের জন্য।
কেইন ফরেস্ট ইলিউশনটি হলুদ, কমলা, নীল, সবুজ বেশ কয়েকটি রঙেই করা সম্ভব। তবে হালকা রঙের প্যালেটেও এই ডিজাইন করা সম্ভব। বিশেষ করে ডাইনিং এর বড় দেয়ালে এই ডিজাইন মানিয়েই যাবে বেশ। আর এর সাথে আসবাব হিসেবে কাঠের ডাইনিং টেবিল এবং শেলফ রাখতে পারেন রুমের মাঝে। সাথে কাঠের ফ্রেম করা আয়নাও বেশ মানাবে এই ইলিউশনের সাথে।
পাতার ডিজাইনে করা এই ইলিউশনটি দেখতে বেশ স্মার্টই বলা যায়। বিশেষ করে এই ডিজাইনের রঙের যে অপশনগুলো রয়েছে তা বেশ ইউনিক। দেখতে মনে হবে যেন শুকনো পাতারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পথের মাঝে। আর পাতাদের এই ছবি যদি এঁকে দেয়া যায় দেয়ালে তবে তো এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে নিশ্চিত।
ধূসর, গোলাপি, নীল, পিচ এর মত মিষ্টি রঙ গুলো আপনি বেছে নিতে পারবেন ফার্ন ইলিউশন ডিজাইনে। আর এই ইলিউশনের সাথে মিল রেখে ডাইনিং রুমে বেতের আসবাব রাখতে পারেন। বিশেষ করে বেতের ঝুড়ি, শেলফ বা ফটোফ্রেম। এতে করে রুমের সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাবে।
যারা প্রকৃতিপ্রেমী আছেন, তারা নতুন বছরের শুরুতেই ঘরে নিয়ে আসতে পারেন সবুজের ছোঁয়া। প্রকৃতিকে ঘরের মাঝে ধারণ করার করার এই প্রয়াশ নিঃসন্দেহে আপনার মন ভাল করে দিবে। যেন মনে হবে রুম থেকেই দেখা যাচ্ছে কোন ঘন জঙ্গল। আছে সারি সারি গাছ এবং পাতার সমাহার।
এই ইলিউশনের সাথে সাদা রঙ এবং সাদা থিমের সাজ বেশ মানাবে। আর তাই ঘরে প্রশান্তির ছোঁয়া ধরে রাখতে ডাইনিং রুমের দেয়ালের জন্য সিলেক্ট করতে পারেন রেইন ফরেস্ট ইলিউশন। তবে সবুজ রঙ ছাড়াও হলুদ, বেগুনি, নীল এমনকি কালো রঙেও এই ইলিউশন করা সম্ভব।
ঘরের সাজে আমরা কত কিছুই না করে থাকি। ঘরের লুকে কিছুটা ভিন্নতা আনতে তাই এবার পুরো বাসার বিভিন্ন দেয়াল জুড়ে করে নিতে পারেন দারুণ কিছু ইলিউশন। উপরে উল্লেখিত ইলিউশন গুলো ছাড়াও বার্জারের রয়েছে আরও অনেক ধরনের ডিজাইন। তাই এর মধ্যে থেকে আপনিও বেছে নিতে পারেন আপনার পছন্দেরটি।