গেমিং রুমের দেয়াল সাজুক ইলিউশনে - Berger Home Diaries
parallax background

গেমিং রুমের দেয়াল সাজুক ইলিউশনে

By Tasnim Jarin

যাদের গেমিং পছন্দ, তাদের জন্য ঘরে আলাদা একটা গেমিং রুম থাকবে না, এমনটা তো হতেই পারে না! শুধু যে গেমিং রুম থাকবে এমনটা নয়, বিশেষ ভাবে রুমটা ডিজাইন করাও যে জরুরি। এমনকি রুম না থাকলেও, একটি বিশেষ দেয়াল বা কর্নার তো থাকবেই গেমিং রুম স্পেশাল। গেমিং রুমে যেহেতু কম্পিউটারের জন্য বিশেষ সেট আপ করা হয়, তাই নির্দিষ্ট দেয়াল এবং সে সাথে আলোর ব্যবহার, এ সকল বিষয় বিশেষভাবে গুরুত্ব পায়। তবে সব কিছুর আগে যে দেয়ালের সামনে কম্পিউটারের সেট আপ করা হবে, সে দেয়ালটিতে ইলিউশন করে নিলে তা কিন্তু বেশ আর্টিস্টিক হয়ে উঠবে।

আর এক্ষেত্রে ইলিউশন এর ডিজাইন বেছে নিতে বার্জারের ইলিউশনের তালিকায় রয়েছে বেশ কিছু দারুণ প্যাটার্ন। যার মধ্য থেকে আপনিও বেছে নিতে পারেন আপনার পছন্দের যেকোনো ডিজাইন।

A picture containing text
Description automatically generated

তবে চলুন সবার প্রথম কথা বলা যাক অ্যাকুয়া ফোম প্যাটার্নটি নিয়ে। দেয়ালে রাস্টিক একটা ভাব ফুটিয়ে তুলতে এই ডিজাইনটি হবে এক কথায় দারুণ। আটটি দারুণ শেডে এই প্যাটার্নটি করা সম্ভব। যারা কিছুটা উজ্জ্বল রঙ পছন্দ করেন, তারা সোনালি, সবুজ, বা নীলের মধ্যে করা এই প্যাটার্নটি নিশ্চিন্তে বেছে নিতে পারেন। আর ইলিউশনকে আরও স্পেশাল করে তুলতে ডার্ক শেডের লাইট ব্যবহার করতে হবে। দেয়ালের কোন নির্দিষ্ট জায়গাকে ফোকাস করবে এমন ধরনের ফোকাস লাইট, দেয়াল ল্যাম্প, বা স্ট্রিং লাইট লাগালে রুমের আবহই যেন পাল্টে যাবে।  

A picture containing background pattern
Description automatically generated

গেমিং রুমের জন্য অন্য আরেকটি দারুণ ইলিউশন আইডিয়া হলো লাইনস ইলিউশন ডিজাইন। এই প্যাটার্নের ইলিউশনে লম্বা লম্বা লাইন্ গুলো দেখতে অনেকটা বৃষ্টির রেখার মতো। তবে এর শেডগুলো এক কথায় অসাধারণ। এখানে উল্লেখ করা প্রত্যেকটি ইলিউশনের শেডের মধ্যে লাইনস এর শেড গুলো বেশ নান্দনিক এবং ক্ল্যাসি।

A living room with a tv and couches
Description automatically generated with medium confidence

যদিও দেখলে মনে হতে পারে গেমিং রুমের কনসেপ্টের সাথে এর ডিজাইন কিছুটা ভিন্ন। তবে যারা দেয়ালে পছন্দের গেমের ছবি রাখতে চান, তারা এই ইলিউশনের দেয়ালে ছবি রাখলে দেখবেন বেশ দারুণ দেখাচ্ছে। আর সাথে রুমে যদি কাঠের আসবাব রাখা হয় তবে তো কথাই নেই! 

A picture containing timeline
Description automatically generated
A picture containing green, seat, sofa
Description automatically generated

ডার্ক টোনে যারা গেমিং রুম সাজাতে পছন্দ করেন, তাদের জন্য কালো রঙে করা এই ইলিউশনটি ভিন্ন এক মাত্রা যোগ করবে। বিশেষ করে এ ধরনের টোনকে ফুটিয়ে তুলতে কন্ট্রাস্ট শেডের কোন চেয়ার বা সোফা রাখলে তা যেন পরিপূর্ণ একটি আবহ তৈরি করবে। বিশেষ করে গেমিং রুমে যারা বেশি লাইট পছন্দ করেন না, তাদের জন্য মেটালিক শেডের এই ইলিউশনটি হবে এক কথায় দারুণ। অনেকেই গেমিং রুমে বিন ব্যাগ রাখেন, তারা কালোর সাথে কন্ট্রাস্ট করে উজ্জ্বল রঙের এক-দুটি বিন ব্যাগ রেখে দিন রুমের দুই কর্নারে।

Background pattern
Description automatically generated with low confidence

ডার্ক ব্লু, ব্রিক , গ্রিন-অ্যাশ ইত্যাদি আরও বেশ কয়েকটি চমৎকার শেডে এই প্যাটার্নটি করা সম্ভব। যেখানে আপনি শুধুমাত্র একটি রঙে করা ছাড়াও দুটি রঙের কন্ট্রাস্টেও এই প্যাটার্নটি করে নিতে পারেন। আর তাই রুমে মেটালিক স্পার্ক আনতে কোন রকমের কনফিউশন ছাড়াই বেছে নিতে পারেন এই ইলিউশনটি।    

A picture containing text, wall, indoor, living
Description automatically generated

দেখলে মনে হবে পুরো দেয়াল জুড়ে যেন চিকন চিকন বেশ কতগুলো স্ট্রিং বা তাঁর এদিক-সেদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর তাই হয়তো এই ইলিউশনের নামও রাখা হয়েছে স্ট্রিং। দেখতে যেমন ভিন্ন, তেমনি এই ইলিউশনের কালার শেড গুলোও একটির চেয়ে আরেকটি ইউনিক। পার্পেল, পিঙ্ক, ব্রাউন, কিংবা গোল্ডেন, যেকোনো শেডেই এই ইলিউশনটি দেয়ালে মানাবে বেশ। বিশেষ করে অলৌকিক বা মিস্টিক একটা আবহ ফুটিয়ে তুলবে স্ট্রিং এর বিভিন্ন শেডগুলো। তবে যদি কেউ একান্ত ভাবেই সাদা-কালো রঙে বা থিমে গেমিং রুম সাজাতে চান, তবে তারা চোখ বন্ধ করে স্ট্রিং ইলিউশনের প্যাটার্নটি বেছে নিতে পারেন। 

A picture containing background pattern
Description automatically generated

তাই গেমিং রুমের ডিজাইনে পরিবর্তন আনতে বা নতুন করে গেমিং রুম ডিজাইন করার জন্য বেছে নিন বার্জারের নান্দনিক ইলিউশন ডিজাইনের মধ্যে থেকে আপনার পছন্দের যেকোনোটি।

  •  
  •  
  •  
  •   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *