By Tasnim Jarin
বিভিন্ন আর্টওয়ার্ক, প্যাটার্ন কিংবা ইলিউশন দিয়ে ঘর সাজানোর ক্ষেত্রে ঘরের কম-বেশি সব দেয়ালই বেশ প্রাধান্য পায়। তবে ভিন্নতা দেখা যায় কিচেনের দেয়ালে। প্লাস্টিক কিংবা এনামেল পেইন্ট এর কোন একটি শেড বেছে নিয়ে সেটি দিয়েই মূলত আমরা কিচেনের দেয়াল রঙ করে থাকি। সেখানে থাকে না কোন ক্রিয়েটিভিটি কিংবা ভিন্নতা।
তবে কিচেনের এই দেয়ালকেও যদি কিছুটা সাজানো যায়, এর মধ্যে যদি কোন প্যাটার্ন, ডিজাইন করে ব্যস্ত এই জায়গাটি যদি কিছুটা রঙিন করে তোলা যায়, তবে কেমন হয় বলুন তো? আর এ কারণেই আজকে লেখা হচ্ছে কিচেনের দেয়ালে বাহারি ইলিউশন নিয়ে। যা আপনার গতানুগতিক কিচেনের দেয়ালকে করে তুলবে আরও সুন্দর।
কিচেনে প্রতিনিয়ত চলে রান্নাবান্নার কাজ। তাই দেয়াল থেকে শুরু করে কাউন্টার, সব জায়গা তেল চিটচিটে হয়ে থাকবে সেটা খুবই স্বাভাবিক। ফলে প্লেইন কোন রঙের শেড যদি দেয়ালে লাগানো হয়, এতে দাগ বা তেলের ছিটা পড়বে বেশি। এমনকি তা দেখতেও বেশ খারাপ দেখাবে। আর এমনও নয় যে, আপনি চাইলেই তা খুব সহজে পরিষ্কার করতে পারবেন। ফলে ইলিউশন এক্ষেত্রে আপনাকে যেকোনো ধরনের ঝামেলা থেকে মুক্তি দিবে সহজেই।
যেকোনো গাঢ় রঙ বেছে নিয়ে কিচেনের দেয়ালে দারুণ কোন মোটিফ বা প্যাটার্নের ইলিউশন করে নিলে তা দেয়ালের সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে তুলবে। নেবে ভিন্ন এক রূপ, আর দেয়ালের এই পরিবর্তন আসবে নিত্যনতুন ডিজাইনের রঙিন সব প্যাটার্নের কারণে।
কিচেনের দেয়ালের জন্য রঙ বাছাইয়ের ক্ষেত্রে উজ্জ্বল রঙগুলোই থাকা উচিত তালিকায় সবার প্রথমে। এতে করে বাকি সব ঘরের মতো এই জায়গাটিও থাকবে প্রাণবন্ত এবং টিপটপ।
পাতা বা বাঁশঝাড়ের লম্বা ডিজাইন কিচেনের দেয়ালে মানাবে বেশ। মনে হবে যেন জানালা দিয়ে বাইরে তাকালেই আপনি প্রকৃতিকে পাচ্ছেন খুব কাছে, হাতের নাগালে। রান্নাঘরের ক্ষেত্রে সাদা রঙটি এড়িয়ে নীল, সবুজ কিংবা পিচ রঙটি বেছে নিতে পারেন। দাগ আর ময়লা যেকোনো রঙের ক্ষেত্রেই হবে, তবে চিন্তিত না হয়ে বরং সাবধানে থাকা বেশি জরুরি। তবে এরপরও দাগ বা ময়লা যদি ভরেই যায়, তবে স্পঞ্জে পানি দিয়ে খুব সহজেই আপনি কিচেনের দেয়াল পরিষ্কার করে নিতে পারবেন।
জলপাই সবুজ রঙের উজ্জ্বলতা কিছুটা কম হলেও, কিচেনের দেয়ালে কিন্তু বেশ মানানসই দেখাবে। সাধারণত শেওলা রঙের চেয়ে জলপাই রঙ দেয়ালে উজ্জ্বল দেখায়। আর যেহেতু এই রঙের উপর বিভিন্ন ডিজাইনের প্যাটার্ন করা সম্ভব, তাই কন্ট্রাস্ট কোন রঙে আঁকিবুঁকি ডিজাইন বা মোটিফ বেশ মানাবে।
সেক্ষেত্রে কিচেন কেবিনেট আর লাইট হোল্ডার সাদা রঙের হলে কিচেনটি বেশ মডার্ন লুক দিবে। আর কিচেনের বিভিন্ন পয়েন্টে ফোকাস লাইট লাগিয়ে নিলে তো কথাই নেই! ওপেন স্পেস থিমের কিচেনে এই রঙটি বেশ উজ্জ্বল দেখাবে।
পাতার প্রিন্টের প্যাটার্ন রান্নাঘরের দেয়ালের জন্য হতে পারে দারুণ এক ডিজাইন। তবে পাতা প্রিন্ট যারা পছন্দ করবেন না, তারা নির্দিষ্ট রঙের উপর সিম্পল কোন মোটিফ ডিজাইন করে নিতে পারেন। এক্ষেত্রে কেবিনেট এবং শেলফ যদি হয় লেকারের তবে দেয়ালের প্যাটার্নের সাথে তা মানাবে বেশ।
গতানুগতিক রঙ থেকে বেরিয়ে আসতে চাইলে ধূসর কিংবা কালো থিমের ইলিউশনও চাইলে বেছে নিতে পারেন। ওপেন কিচেন স্পেসের জন্য ধূসর কিংবা সাদা-কালোর ছকে আঁকা ইলিউশন দেয়ালে বেশ ক্ল্যাসিক ভাব ফুটিয়ে তুলবে। এক্ষেত্রে অবশ্যই যদি আপনি সাদা-কালো রঙ পছন্দ করে থাকেন, তবেই সিদ্ধান্ত নিবেন এই রঙের ইলিউশনের ব্যাপারে। আর তাই ঘরের মতো কিচেনের ডিজাইনেও ভিন্নতা আনতে হালকা বা গাঢ় পছন্দমতো যেকোনো রঙের শেডে ইলিউশন ডিজাইন করিয়ে নিলেই কিচেনের দেয়াল হয়ে উঠবে ইউনিক