হ্যালোইন ডেকোরে ভূতের আগমন - Berger Home Diaries
parallax background

হ্যালোইন ডেকোরে ভূতের আগমন

By Tasnim Jarin

আর মাত্র কিছুদিন পরই হ্যালোইন উৎসব। হ্যালোইন উপলক্ষ্যে নানা ধরনের থিমে ঘর সাজানো হয়। প্রত্যেক বছরই নতুন কিছু করার প্ল্যান করে থাকে অনেকেই। সে উপলক্ষ্যে এবারের হ্যালোইনে মিষ্টি কুমড়া দিয়ে হোম ডেকোর করার পাশাপাশি কয়েকটি ভূতের ব্যবস্থা করলে কেমন হয়, বলুন তো?

আর এই ভূত গুলো কিন্তু আপনি নিজেই ঘরে বসে বানিয়ে নিতে পারেন। হ্যালোইন উৎসবের জন্য ইউনিক এই হোম ডেকোরের আইটেমটি বানানোর জন্য আপনার কী কী জিনিস প্রয়োজন হবে এবং এটি বানানোর পুরো প্রক্রিয়াটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চলুন আর্টিকেলটি পড়ে নেয়া যাক।

যা যা প্রয়োজন:  

১। চিজক্লথ

২। লিক্যুইড স্টার্চ

৩। ওয়েক্স পেপার

৪। প্লাস্টিক ব্যাগ

৫। বেলুন

৬। টেপ

৭। ওয়্যার বা তার

৮। প্লাস্টিকের খালি বোতল

৯। পুরনো কার্ডবোর্ড

১০। কাঁচি

যেভাবে বানাবেন

হ্যালোইন উৎসবে ভৌতিক আমেজ তৈরি করতে বাসার ভেতরে কয়েকটি ভূতের ব্যবস্থা করতে পারেন। আর এই ভূতগুলো কিন্তু আপনি নিজেই বানাতে পারবেন। প্রয়োজনীয় উপকরণগুলো একসাথে করে নিন একদম শুরুতেই।

ঘরে বসে যে ক্রাফটই আপনি বানান না কেন, অনেক ধরনের উপকরণ যেহেতু একসাথে ব্যবহার করা হয়, তাই জায়গাটা এলোমেলো হবে এমনটাই স্বাভাবিক। তবে নির্ধারিত জায়গাটি পরিষ্কার রাখার জন্য বানানোর আগে প্লাস্টিকের ব্যাগ কিংবা পুরনো কার্ডবোর্ড বিছিয়ে নিন। যেহেতু বেশ কিছু কাটাকাটির কাজ করতে হবে, তাই টেবিলের উপর কিছু বিছিয়ে নিলে টেবিলের উপরটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। এক্ষেত্রে প্লাস্টিকের ব্যাগ কিংবা পুরনো কার্ডবোর্ড কেটে তা বিছিয়ে নিন শুরুতেই। এছাড়া ভূতগুলো বানানোর সময় আঠা যেন কার্ডবোর্ডে লেগে তা নষ্ট হয়ে না যায়, এজন্য বোর্ডের উপর ২/৩টি ওয়েক্স পেপার বিছিয়ে নিন।

cheesecloth-ghosts.jpg

এবার ভূতের আকৃতি যেমন রাখতে চান, সে অনুযায়ী প্লাস্টিকের বোতল কেটে নিন। মূলত বাসার পুরনো প্লাস্টিকের বোতল ফেলে না দিয়ে সেগুলো এবার কাজে লাগানোর পালা। দেড় লিটার এবং ৬০০/৭০০ লিটার এর দুইটি ভিন্ন সাইজের বোতল নিয়ে নিন। এবার বোতলের উপরের কিছুটা অংশ কেটে নিন। ছোট আকৃতির একটি বেলুন ফুলিয়ে নিন। খেয়াল রাখতে হবে, বেলুনটা যেন ততটুকুই ফুলানো হয়, যা বোতলের কাঁটা অংশের উপর বসিয়ে দেয়া যায়। ফোলানো বেলুনের অর্ধেক অংশ যেন বোতলের ভেতরে ঢুকে যায়, বাকি অংশ থাকবে বোতলের বাহির দিকে। এবার ওয়াশি টেপ বা সাধারণ স্কচটেপ দিয়ে বোতলের সাথে বেলুন আটকে দিন।  

IMG_6546 (1).jpg

পরবর্তী ধাপের জন্য একটা তারের কিছু অংশ হাতের আঙ্গুলে পেঁচিয়ে নিয়ে তা বোতলের দুইপাশে স্কচটেপ দিয়ে এমনভাবে আটকে দিন যেন তা দেখতে অনেকটা দুই হাতের মতো দেখায়। এবার চিজক্লথটি বেলুনসহ বোতলটির উপর এমনভাবে ধরুন যেন তা বোতলটি পুরোপুরিভাবে ঢেকে দেয় এবং বোতলের আশেপাশেও বেশ কিছু কাপড় থাকে। এবার লিক্যুইড স্টার্চ বা মাড় নিয়ে এর মধ্যে কাপড়টি ভালোভাবে ভিজিয়ে নিন। এতে করে কাপড়টির মধ্যে ঘনত্ব তৈরি হবে এবং পরবর্তীতে কাপড়টি শক্ত হয়ে বসে থাকবে। কাপড় থেকে বাড়তি স্টার্চ বা মাড় নিংড়ে নিন, এবং পুনরায় কাপড়টি বেলুনসহ বোতলের উপর বিছিয়ে দিন। বোতলে বেলুন দিয়ে যে অবয়ব অনুযায়ী চারপাশে কাপড় ভাঁজ করে দিয়ে, আশেপাশেও কাপড় ভালোভাবে বিছিয়ে নিন।

cheesecloth-ghosts-Halloween-10-600x426.jpg

পরবর্তীতে ধাপের জন্য এটি ফ্যানের নিচে ১-২ ঘণ্টা রেখে দিন, যেন ফেব্রিক বা কাপড়ের মাড় সম্পূর্ণ ভাবে শুকিয়ে যায়। এবার একটি কালো কাপড় নিয়ে তা দিয়ে ছোট ছোট দুইটি অংশ কেটে নিন এবং চোখ বানানোর জন্য কাঁচি দিয়ে শেপ করে নিন। এবার গ্লু গান দিয়ে যে অবয়বটি বানানো হলও, তার মধ্যে বসিয়ে দিলেই হ্যালোইন উৎসবের ভূত একদম রেডি হয়ে যাবে। এবার খুব সাবধানে বেলুন সহ বোতলটি বের করে নিন।

ব্যাস একই নিয়মে আরও কয়েকটি ছোট-বড় আকৃতির ভূত বানিয়ে নিন এবং উৎসবের আয়োজনে ঘরের মধ্যে পছন্দমতো বিভিন্ন জায়গায় রেখে দিয়ে খুব সহজেই হ্যালোইন উৎসবের জন্য হোম ডেকোর করে নিতে পারেন।          

  •  
  •  
  •  
  •   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *