By Tasnim Jarin
ঘর সাজাতে নতুনত্ব আনতে যারা পছন্দ করেন, তারা দারুণ সব শো-পিস কেনার পাশাপাশি, নিজেরাও ক্র্যাফট বানিয়ে ফেলেন হরহামেশাই। এতে করে ঘরের সৌন্দর্যে যেমন আসে ভিন্নতা, তেমনি নিজের হাতে বানানো ক্র্যাফট দিয়েই ঘরের ইন্টেরিয়র আরও দারুণ ভাবে সাজিয়ে তোলা সম্ভব। আর এমনই একটি দারুণ ক্র্যাফট বানানোর আইডিয়া হল স্টেটমেন্ট ওয়াল হ্যাঙ্গিং।
স্টেটমেন্ট ওয়াল হ্যাঙ্গিং বানানোর জন্য মূলত উডেন ডোয়েল বা কাঠের একটি লম্বা লাঠি, সুতা, গ্লু গান এবং কাঁচি প্রয়োজন হয়ে থাকে। এ ধরনের ওয়াল হ্যাঙ্গিং মূলত অনেকভাবেই বানানো যায়। অর্থাৎ, আপনি চাইলে ২-৩ রঙের সুতার কম্বিনেশন ব্যবহার করতে পারেন। অথবা বিভিন্ন প্যাটার্নের ডিজাইন অনুসরণ করেও বানাতে পারেন।
এক্ষেত্রে ফ্রেমিং এবং পছন্দের প্যাটার্ন বেছে নিয়ে এর মধ্যে সুতা পেচিয়ে বা আড়াআড়ি অথবা লম্বালম্বি ভাবে সুতার সারি সাজিয়েও ডিজাইন করে নেয়া সম্ভব। ডিজাইনিং এর জন্য কখনও সোনালি রঙের ছোট-বড় রিং, কার্ডবোর্ড, এমব্রয়ডারি ফ্রেম সহ ইত্যাদি বেশ কিছু জিনিসের প্রয়োজন হতে পারে। তবে এসবই নির্ভর করবে আপনি কোন ধরনের ডিজাইন বেছে নিচ্ছেন তার উপর।
যেমন ধরুন, আপনি যদি লিভিং এরিয়া বা ড্রইং রুমের বড় দেয়ালের জন্য স্টেটমেন্ট ওয়াল হ্যাঙ্গিং বানাতে চান, সেক্ষেত্রে বড় প্যাটার্নের ডিজাইন বেশ দারুণ দেখাবে। আর এর জন্য যে আপনার অনেক উপকরণের প্রয়োজন হবে, এমন কিন্তু নয়। বরং, নিচের এই প্যাটার্নটি বানাতে আপনার শুধু প্রয়োজন হবে লম্বা একটি কাঠের স্টিক, সুতা, ট্যাসেল, কাঁচি, এবং গ্লু।
পর্দা ঝোলানর রড এর সমান এবং এর চেয়ে ছোট দুইটি কাঠের স্টিক নিয়ে এবার ক্রিম বা সাদা রঙের সুতা দিয়ে স্টিকের দুই প্রান্ত বেঁধে ত্রিভুজের মত আকৃতি বানিয়ে তা দেয়ালে ঝুলিয়ে দিন। এবার নিচের স্টিকের সুতা এর উপরেরটির সাথে বেঁধে নিন। ব্যাস, ফ্রেমিং এর কাজ শেষ। পরের ধাপের জন্য ট্যাসেল যেই রঙের লাগাতে চাচ্ছেন সে রঙের সুতা নিয়ে ঝালটের মত স্টিকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সুতা সহ ট্যাসেল বেঁধে নিন। একইভাবে দ্বিতীয় স্টিকের সাথে বেঁধে দিলেই বানানো হয়ে যাবে স্টেটমেন্ট ওয়াল হ্যাঙ্গিং।
তবে আপনি চাইলে বৃত্তাকার ফ্রেমের মধ্যেও কন্ট্রাস্ট রঙের সুতা দিয়ে ডিজাইন করে নিতে পারেন। এক্ষেত্রে সুতার এক প্রান্ত আগে গোল রিং এর মধ্যে এক প্রান্তে ভালোভাবে বেঁধে, গ্লু দিয়ে মোটা ধাঁচের সুতা বাকি অংশে আটকে নিন। এবার বাকি অংশের সুতা পেচিয়ে নিন ভালোভাবে। এবার কর্নার ডিজাইন করার জন্য একটি স্কেল ধরে বাঁকা করে কেটে নিন। একইভাবে অন্যপাশের সুতা কেটে নিলেই কোনাকুনি ডিজাইন হয়ে যাবে।
শুধুমাত্র একটি বড় রিং এর মধ্যেই এই ডিজাইন করা সম্ভব। তবে চাইলে একটি ছোট রিং নিয়েও কন্ট্রাস্ট রঙের সুতা দিয়ে একইভাবে ডিজাইন করে নিতে পারেন। এবার একটি মোটা সুতোয় রিং দুইটি নিয়ে দেয়ালের হুকে ঝুলিয়ে দিলেই ব্যাস, বানানো হয়ে গেল দেয়াল হ্যাঙ্গিং স্টেটমেন্ট।
ডিজাইনে কিছুটা ভিন্নতা আনতে আপনি চাইলে সুতো গুলো পছন্দমত রঙে ডাই করে নিতে পারেন। এতে করে এক রঙের সুতা দিয়েই কাজ হয়ে যাবে। তবে এক রঙের সুতা হলেও টাই ডাই এর জন্য সুতার রঙে ভিন্নতা আসবে। ফলে এই আর্টওয়ার্কটি দেখতে আরও ইউনিক হয়ে উঠবে। অন্যদিকে, কাঠের স্টিকটি না ঝুলিয়ে গ্লু দিয়ে বা যদি হালকা হয়ে থাকে তবে ওয়াশি টেপ দিয়ে দেয়ালে কিছুটা বাঁকা করে এঁটে দিলেই তা দেখতে সুন্দর দেখাবে। বিশেষ করে যেকোনো রুমের কর্নারের জন্য এই স্টেটমেন্ট ওয়াল হ্যাঙ্গিংটা বেশ মানানসই হবে।
তবে এ ধরনের ক্র্যাফট এর সাথে ইনডোর প্ল্যান্টস দিয়ে ইন্টেরিয়র ডেকোর বেশ মানিয়ে যায়। তাই রুম সাজানোর সময় অবশ্যই সবুজের উপস্থিতি রাখতে হবে ঘরের বিভিন্ন কোণ জুড়ে। তবেই না হ্যান্ডমেইড এই ক্র্যাফটটি আরও চমৎকারভাবে ফুটে উঠবে!