ম্যাক্রেম আর্টে দেয়াল সাজুক নতুন করে - Berger Home Diaries
parallax background

ম্যাক্রেম আর্টে দেয়াল সাজুক নতুন করে

By Tasnim Jarin

যারা ঘর সাজাতে পছন্দ করেন, তারা প্রতিনিয়তই নতুন নতুন বিভিন্ন ধরনের আর্ট এবং ক্র্যাফট বানাতে পছন্দ করেন। কাগজ ব্যবহার করে ঘর সাজানোর জন্য কত কিছুই না বানানো যায়। তবে ফাইবার বা সুতা দিয়েও যদি ঠিক এরকমই আকর্ষণীয় হোম ডেকোর ক্র্যাফটস বানানো যায়, তবে কিন্তু মন্দ হয় না। এমনই দারুণ একটি আইডিয়া হলো ম্যাক্রেম আর্ট। এই আর্টের মাধ্যমে আপনি বিভিন্ন আকার এবং আকৃতিতে ঘরের দেয়াল সাজানোর জন্য হ্যাঙ্গিং ক্রাফট বা দেয়ালে ঝুলানোর জন্য ডেকোর আইটেম বানাতে পারবেন। তবে চলুন ম্যাক্রেম আর্ট দিয়ে দেয়াল সাজানোর বিভিন্ন ডিজাইন সম্পর্কে জানা যাক।

যারা সুঁই-সুতা, কুশিকাটার বা হাতের বানানো ক্রাফটের প্রতি বেশি আগ্রহী তারা ম্যাক্রেম আর্টের ব্যাপারে বেশ উৎসাহী হবেন। তবে ম্যাক্রেম আর্ট যে শুধু দেয়ালে ঝুলিয়ে রাখার জন্যই ব্যবহার করা হয়, তা কিন্তু নয়। বরং, ম্যাক্রেম এর প্ল্যান্ট হাঙ্গার, জুয়েলারি, ব্যাগও বানানো সম্ভব। ম্যাক্রেম আর্ট এর জন্য পাট, কটন সুতা দিয়ে নট বা গিঁট দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়। আপনি যদি গোলাকৃতির ফ্রেমে ম্যাক্রেম আর্ট করতে চান, অথবা ঝালর ধরনের ডিজাইন যদি আপনার পছন্দ হয়, তবে সেটিও করতে পারবেন।

ম্যাক্রেম আর্ট এর ক্ষেত্রে সুতায় গিঁট দিয়ে বিভিন্ন ডিজাইন তৈরি করা হয়। ম্যাক্রেম আর্ট সাধারণত বোহেমিয়ান ডেকোর হিসেবেও পরিচিত। নান্দনিক ক্রাফট দিয়ে ঘর সাজানোর জন্য তাই অনেকেই বেছে নেন মডার্ন ম্যাক্রেম আর্ট। এ ধরনের আর্ট সাধারণত একটি কাঠের অংশ বা পাটাতনের উপর বানানো হয়। যার উপর মোটা সুতা বা দড়ি ব্যবহার করা হয়। খুবই সাধারণ একটি গিঁট বা নট দেয়ার উপরই পুরো ক্রাফটটি নির্ভরশীল থাকে।  অতঃপর একের পর এক গিঁট দেয়ার মাধ্যমে পুরো প্যাটার্নটি প্রস্তুত করা হয়।   

ধরুন আপনি স্কয়ার নট বা চতুর্ভুজ গিঁটের কোন ম্যাক্রেম আর্ট বানাবেন ভাবছেন। তবে প্রথমেই কাঠের কোন লাঠি নিয়ে তার মধ্যে দড়িগুলো ঝুলিয়ে দিন। ধরুন আপনি ১০-১২টি লম্বা দড়ি নিলেন। এবার সবার প্রথম উপরের দিক সবগুলোতে একটা গিঁট দিয়ে নিন। অতঃপর যেই প্যাটার্নে বানাতে চাচ্ছেন সেই প্যাটার্নের নিয়ম অনুযায়ী একপাশ থেকে গিঁট দেয়া শুরু করুন। অর্থাৎ প্রথম দড়ির সাথে দ্বিতীয়টি, তৃতীয়টির সাথে চতুর্থটি। এভাবে করে সবগুলো গিঁট দেয়া শেষে এবার পরের ধাপের পালা। উপরের ভিডিওটি দেখলে প্যাটার্নটি বুঝতে আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। যদি শুরুতে এটি দেখলে বেশ কঠিন এবং কষ্টসাধ্য কাজ বলেই মনে হয়। তবে আসলে অতটা কঠিনও কিন্তু নয়। গিঁট দেয়ার ম্যাজিকেই পুরো জিনিসটি বানানো হয়ে যাবে খুব সহজে।

দেয়ালের জন্য হ্যাঙ্গিং ঝালর বানানো ছাড়াও, আপনি গাছ রাখতে ম্যাক্রেম আর্ট এর ব্যাগ বানিয়ে নিতে পারেন। যার মধ্যে প্ল্যান্ট পট রেখে তা ইনডোর এবং আউটডোর যেকোনো জায়গাতেই ঝুলিয়ে রাখতে পারেন। যেকোনো প্যাটার্ন বানানোর জন্য প্রথম ধাপ প্রতিটির ক্ষেত্রে একই থাকে। অতঃপর ধাপে ধাপে সুতার গিঁট দিলেই বানানো হয়ে যাবে ম্যাক্রেম এর দারুণ প্ল্যান্ট পট। আর এক্ষেত্রে ভিডিও দেখে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই প্ল্যান্ট পট। তবে পুরো কাজটি সম্পন্ন করতে একটু ধৈর্য এর প্রয়োজন হবে।

গতানুগতিক স্টাইল থেকে কিছুটা ভিন্ন ডিজাইনে ঘর সাজানোর জন্য ম্যাক্রেম ডেকোর আর্টে ঘরে আর্টিস্টিক একটা আবহ সৃষ্টি হবে। ঘর সাজাতে বাজার থেকে কত ধরনের ডেকোর আইটেমই তো কেনা যায়। তবে আমরা নিজেরাই যদি ক্রিয়েটিভ এই কাজগুলো করতে পারি, তবে তো ঘরের সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যাবে।  

  •  
  •  
  •  
  •   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *