ফটো ক্লিপবোর্ডে মুহূর্তগুলো বাঁধা থাকুক দেয়াল জুড়ে - Berger Home Diaries
parallax background

ফটো ক্লিপবোর্ডে মুহূর্তগুলো বাঁধা থাকুক দেয়াল জুড়ে

By Tasnim Jarin

ঘরের দেয়াল সাজাতে কত কিছুই না ব্যবহার করা হয়। তবে সবকিছুর মধ্যে সবচেয়ে ইউনিক এবং দারুণ যদি কোন কিছু হয়, তবে তা হলো ফ্রেমেবন্দী দারুণ সব মুহূর্ত। ছবি তোলা হয় আমাদের প্রায়শই। ক্যামেরায় তোলা মুহূর্তগুলো একেকটি যেন একেক গল্পের ঝুড়ি। আর এ গল্পগুলো যখন জায়গা করে নেয় আমাদের দেয়াল জুড়ে কিংবা দেয়ালের বিশেষ কর্নার জুড়ে, তখন ঘর সাজানোর জন্য বিশেষ অন্য কিছুর কি কোন প্রয়োজন হয়? নাহ, আদৌ দরকার পড়ে না।

সাধারণত ট্রাভেলিং এর ছবি, বিশেষ অর্জন, পেপার এর ক্লিপিং কিংবা পছন্দের কোন ব্যক্তিত্বের ছবি, আমরা সযত্নে রেখে দেই অ্যালবামের ভেতরে কিংবা বইয়ের পাতায়। তবে দারুণ এই ছবিগুলো যদি ক্লিপবোর্ডে রেখে তা দিয়ে ঘরের বিশেষ কোন কর্নার, রুম কিংবা দেয়াল জুড়ে সাজিয়ে রেখে ঘর সাজানো যায়, তবে এর চেয়ে এক্সক্লুসিভ আর কী-ই বা হতে পারে।

অনেকে স্ট্রিং এর মধ্যে কাঠের কিংবা মেটালের ক্লিপ দিয়ে ছবি সাজাতে পছন্দ করেন। স্ট্রিং এর মধ্যে ক্লিপে ঝোলানো একেকটি ছবির পাশ জুড়ে মরিচ বাতির স্ট্রিং যুক্ত করে দিলে ছবিগুলো যেন আরও দারুণভাবে ফুটে ওঠে। নিয়ন আলোর মাঝে মাঝে এই ছবিগুলো যেমন ফুটে ওঠে, তেমনি জায়গাটাও বিশেষ হয়ে ওঠে।

তবে স্ট্রিং এর মধ্যে ক্লিপ দিয়ে ঝুলিয়ে দেয়া ছবিগুলোকে ভিন্ন উপায়ে রাখতে চাইলে ব্যবহার করতে পারেন ফটো ক্লিপবোর্ড। পরীক্ষার সময় অনেকেই কাগজ আটকে রাখার জন্য বোর্ড ব্যবহার করে থাকেন। ফটো ক্লিপবোর্ড এর আইডিয়াও অনেকটা সেরকমই। এখানে পেপার ক্লিপিং, ম্যাগাজিন কাটিং, ছবি বা বিশেষ কোন কিছুর প্রিন্ট করা কপি বোর্ডে থাকা ক্লিপে আটকে, তা দেয়ালের মধ্যে আটকে বা স্ট্রিং -এর মধ্যে ঝুলিয়ে দিতে পারেন।          

A picture containing text, case, accessory
Description automatically generated

ছোট-বড় বিভিন্ন আকারের বোর্ড বাজারে কিনতে পাওয়া যায়। ছবির জন্য বেশি বড় বোর্ড ব্যবহার না করে মাঝারি বা ছোট বোর্ড ব্যবহার করাই ভাল। তবে পেপার কাটিং, বিশেষ কোন অর্জন এর জন্য বড় ফ্রেম বেছে নেয়াই উত্তম। এক্ষেত্রে প্রথমে কাঠের ক্লিপ বোর্ড নিয়ে তা দেয়ালের যে জায়গায় বসাতে চান সে জায়গায় পেন্সিল দিয়ে মার্ক করে, ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে এবার বোর্ডটি বসিয়ে দিন।

এ ধরনের বোর্ডের সুবিধা হল আপনি পছন্দমত ছবি পাল্টে নিতে পারবেন। একবার দেয়ালে বোর্ড বসিয়ে নেয়ার কাজটা সম্পন্ন হলে মেটালের ক্লিপে ছবিগুলো ক্লিপের মাধ্যমে ঝুলিয়ে দিলেই হয়ে গেল। জায়গাটি আরও সুন্দর করে তুলতে লাইট এবং ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন আশপাশ জুড়ে। এতে করে জায়গাটি আরও আর্টিস্টিক হয়ে উঠবে।

Timeline
Description automatically generated with low confidence

আর তাই যারা ঘর সাজানোর জন্য ভিন্ন কিছু করার প্ল্যান করছেন, তারা ফটো ক্লিপবোর্ড এর আইডিয়া কাজে লাগিয়ে ঘরের ভেতরে ভিন্নতা আনতে পারেন। এক্ষেত্রে ছোট-বড় প্রয়োজনীয় যেকোনো আকৃতির বোর্ড ব্যবহার করতে পারেন। ফটো কিংবা বিশেষ করে কোন নির্দিষ্ট দেয়াল বা ঘরের কর্নার সাজানোর জন্য ফটো ক্লিপবোর্ড এক কথায় চমৎকার এক আইডিয়া!   

  •  
  •  
  •  
  •   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *