By Tasnim Jarin
আপনার বাসার আলমারি কিংবা দেয়াল কেবিনেটের দরজাটা কি খুব সাদামাটা মনে হচ্ছে? ভাবছেন রুমের অনান্য জিনিসের মতো এই দরজার মধ্যেও যদি ক্রিয়েটিভ কিছু করা যায়, তবে তো ভালোই হয়!
ঘরে শৈল্পিক ভাব ফুটিয়ে তুলতে তাই ছোট ছোট অন্যান্য পরিবর্তনের সাথে ক্লজেট ডোরের ডিজাইন করে নিতে পারেন ইউনিক স্টাইলে।
ক্লজেট ডোরে আয়না
যারা ব্যক্তিগতভাবে আয়না দেখতে পছন্দ করেন, তাদের জন্যই ক্লজেট ডোরে আয়নার এই ডিজাইন। গতানুগতিক ডিজাইনের ক্লজেট ডোরে আয়নার এই সংযোজন বেশ মডার্ন লুক এনে দিবে। আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো, আপনার রুমটি যদি মাঝারি বা ছোট আকৃতির হয়, তবে রুমটি স্পেশাস দেখানোর ক্ষেত্রে ক্লজেট ডোরের এই ডিজাইন হবে এক কথায় পারফেক্ট। আয়নার আকৃতি হতে পারে একেক ধরনের। এর মধ্যে ডায়মন্ড আকৃতির আয়নার ডিজাইন বেশ জনপ্রিয়। আর তাই ক্লজেট ডোরের ডিজাইনে ভিন্নতা আনতে আয়না লাগানোর এই আইডিয়া অনুযায়ী আপনিও ডিজাইন করে নিতে পারেন আপনার বাসার ক্লজেটটিও।
স্লাইডিং ডোরে আয়না
স্লাইডিং ডোরের ক্লজেট তো আমরা প্রায়ই দেখি। তবে ক্লজেটের ডোরের স্লাইডিং এই অংশে যদি আয়নাও যুক্ত করে দেয়া যায়, তবে তো দারুণ হয়, তাই না?
আপনি যদি ক্লজেট ডোরের ডিজাইনে কাস্টমাইজ ডিজাইন করাতে চান, তবে স্লাইডিং ডোরের দুই পাশে ডোরের উচ্চতা অনুযায়ী আয়না ফিট করে নিতে পারেন। এক্ষেত্রে পর্দা লাগানোর স্ট্যান্ড এর মতো একটি ফ্রেমের স্ট্যান্ড নিয়ে এর মধ্যে মিরর বা আয়না ফিট করা দরজাটা বসিয়ে দিন। এছাড়া ক্লজেটের ডোরের মাপ অনুযায়ী এর উপরও সরাসরি আয়না বসিয়ে নিতে পারেন। সাধারণত ওপেন ক্লজেটের জন্য এই ডিজাইনটি বেশ মানানসই হবে।
আয়নার প্রতিবিম্ব রুমটিকে একদিকে বেশ বড় দেখাবে। অন্যদিকে রুমটি আরও সুন্দর করে ইন্টেরিয়র ডিজাইন করার জন্য আয়নার বিপরীতে মাঝারি আকৃতির ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন। এতে করে রুমের সৌন্দর্য আরও দ্বিগুণ হবে।
ক্লজেট ডোরে ক্রিসক্রস ডিজাইনের আয়না
ক্রিসক্রস ডিজাইনের আয়না মূলত কিছুটা চওড়া আকৃতির হয়। ডায়মন্ড আকৃতির আয়না ক্লজেট ডোরে বসানোর নিয়মেই এটি মূলত ফিট করে নিতে হয়। এখানে পার্থক্যই হলো শুধুমাত্র আয়নার আকৃতির মধ্যে। ক্রিসক্রস ডিজাইনে আয়না কিছুটা চওড়া হওয়ায়, তা দেখতেও সুবিধা হয় এবং বেশ ছিমছাম ডিজাইনও মনে হয়। তাই যারা আয়না দেখলেই ঝটপট নিজেকে এক পলকের জন্য দেখে নিতে পছন্দ করেন, তারা স্লাইডিং কিংবা ক্রিসক্রস ডিজাইনের মধ্য থেকে পছন্দমত যেকোনোটি বেছে নিতে পারেন।
ফোল্ডিং ক্লজেট ডোর
এছাড়া আরেকটি দারুণ স্টাইলেও আপনি ক্লজেট ডোরের গতানুগতিক ডিজাইন বদলে দিতে পারেন খুব সহজে। আর সেটি হলো বাই-ফোল্ড স্টাইল। এক্ষেত্রে ক্লজেটের ডোরটি ভাঁজ করা যাবে। ক্লজেটের দরজা সাধারণত কাঠের কিংবা বোর্ডের হয়ে থাকে। এক্ষেত্রে দুইটি প্রশস্থ দরজা না হয়ে, বরং চিকন চিকন চারটি ফ্রেমের দরজা থাকে। যার মধ্যে দুইপাশে দুইটি করে দরজা একটির সাথে আরেকটি স্ক্রু দিয়ে এমনভাবে আটকানো থাকে, যেন তা ভাঁজ দেয়া যায়। আর এ কারণেই এটি মূলত ফোল্ডিং ক্লজেট ডোর হিসেবে পরিচিত।
পকেট ডিজাইন স্লাইডিং ডোর
পকেট ডিজাইন স্লাইডিং ডোরের ডিজাইনে ডোরটি যেন ফ্রেমের মধ্যে লুকিয়ে যায়। এর ডিজাইনটি এমনভাবেই করা হয়েছে, যেন দরজার ফ্রেমের মধ্যে ক্লজেটের দরজার দুই অংশ ঢুকিয়ে, আবার কাজ শেষে হ্যান্ডেল ধরে তা বের করে আনা সম্ভব হয়। গতানুগতিক ডিজাইন থেকে এটি বেশ মডার্ন স্টাইল।
আর তাই আপনিও যদি আর্টিস্টিক ডিজাইনে ক্লজেট ডোরের গতানুগতিক ডিজাইন পাল্টে দিতে চান, তবে উপরের ডিজাইন থেকে আপনার পছন্দের স্টাইলটি বেছে নিতে পারেন খুব সহজে। কাঠ কিংবা বোর্ডের দরজা থাকা ক্লজেটে কিছুটা ক্রিয়েটিভ স্টাইলে সাজাতে আপনার পছন্দ কোনটি? জানিয়ে দিন আপনার পছন্দের কথা!