By Tasnim Jarin
ঘর সাজানোর ক্ষেত্রে আমরা পছন্দ করি নিত্য নতুন ডিজাইন বেছে নিতে। ঘরের দেয়ালের রঙ নির্বাচন করা থেকে শুরু করে আসবাব কেনা, সব কিছুতেই যেন থাকা চাই নান্দনিকতার ছোঁয়া। তবে, বাজার থেকে কেনা ডেকোরেশন এর জিনিস দিয়ে ঘর সাজানো কিন্ত খুবই সহজ। কিন্তু এই সহজ কাজটি না করে, নিজেই যদি ক্রিয়েটিভ কিছু বানাতে পারি, তবেই যেন নতুনত্ব এবং শৈল্পিকতা ফুটে ওঠে আর দারুণভাবে। আর তাই আজকে এমনই এক ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন ঘর সাজানোর দারুণ এক আসবাব। আর তা হল কাঠের বাক্সের নান্দনিক শেলফ।
দেয়ালে কাঠের তক্তা যোগ করে শেলফ বানানো বেশ কমন। অনেক জায়গাতেই এ ধরনের ইন্টেরিয়র ডিজাইন চোখে পড়ে। তবে আজকে আমরা যে শেলফ বানানোর কথা বলছি, তা কিন্তু শুধুমাত্র এক তক্তা বা দুই তক্তার কোন তাক নয়। বরং, বাসায় পড়ে থাকা অব্যবহৃত কাঠের বাক্স একটির সাথে আরেকটি যোগ করে দুই বা তিন তাকের দারুণ শেলফ বানানোর আইডিয়া। তবে চলুন বিস্তারিত জেনে নেয়া যাক!
ঘরের ইন্টেরিয়র ডিজাইনে ক্লাসিক ভাব তুলে ধরতে চাইলে আমরা সাধারণত অ্যান্টিক বা কাঠের জিনিসকে বেছে নেই। এতে করে মডার্ন সময়ে এসেও রাস্টিক একটা আমেজ ধারণ করা যায় ঘরের প্রতিটি কোণে। আর এ জন্য প্রথমেই আপনার প্রয়োজন হবে কাঠের ক্রেইট বা কাঠের বাক্স। সাধারণত পেপার, রুমের অগোছানো জিনিসপত্র কিংবা জুতা বা খেলনা রাখার জন্য অনেকেই এই বাক্স ব্যবহার করে থাকেন। অনেক সময় আবার দরকারি জিনিসপত্র আনা নেয়ার জন্য এই বাক্স ব্যবহার করা হয় এবং পরবর্তী তা ফেলে রাখা হয়।
আর তাই আপনার বাসায়ও যদি এমন কাঠের বাক্স থাকে, তবে আলাদাভাবে একেকটি বাক্স ব্যবহার না করে, বরং বাক্সগুলো দিয়ে শেলফ বানিয়ে তবেই তা পড়ার রুম, ড্রইংরুম কিংবা বাগানে সাজিয়ে রাখতে পারেন। আর এই শেলফ সাজানোর জন্য ব্যবহার করতে পারেন শো-পিস, ম্যাগাজিন, বই, ইনডোর প্ল্যান্টস কিংবা পছন্দের যেকোনো ছবি।
কাঠের বাক্স দিয়ে নান্দনিক শেলফ বানানোর জন্য প্রথমেই ৬টি আলাদা বাক্স নিয়ে নিন। এবার বাক্সগুলো সুতি কাপড় দিয়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে, তা বার্নিশ করে নিন। এতে করে বাক্সের উপরে এক ধরনের সাইনিং আবরণ সৃষ্টি হবে এবং এর সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং দীর্ঘস্থায়ী হবে। তবে আপনি চাইলে কাঠের বাক্সের উপর পছন্দমত রঙ করে নিতে পারেন। এবার বার্নিশ শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। পরবর্তী ধাপের জন্য আপনার প্রয়োজন হবে বেশ কয়েকটি স্ক্রু, যা দিয়ে আপনি একটি বাক্সের সাথে আরেকটি বাক্স যুক্ত করবেন।
ছোট- বড় বিভিন্ন সাইজের স্ক্রু কিনে নিন এবং বাক্সগুলোকে অর্থাৎ ৩টি বাক্সকে একটির সাথে আরেকটি যুক্ত করতে লম্বালম্বিভাবে স্ক্রু দিয়ে একটির সাথে আরেকটি যুক্ত করে নিন। পেন্সিল দিয়ে জায়গা নির্ধারণ করে ড্রিল মেশিন দিয়ে আগে ছিদ্র করে নিয়ে এবার স্ক্রু দিয়ে ভালোভাবে যুক্ত করে নিন। এবার পাশাপাশি অন্য ৩টি বাক্সও প্রথম ৩টি বাক্সের সাথে একইভাবে যুক্ত করে দিন। ব্যাস হয়ে গেল, ৬টি কাঠের বাক্সের দারুণ একটি শেলফ!
পরবর্তী ধাপে আপনি চাইলে এই শেলফটি দেয়ালের সাথে যুক্তও করতে পারেন। অথবা দেয়ালের সাথে ফিক্স না করা ছাড়াও ঘরের পছন্দমত নির্দিষ্ট কোন জায়গায় রেখে দিতে পারেন। শেলফের রাখার জায়গা আরও নান্দনিক করতে শেলফের নিচে রাগস বা কার্পেট ব্যবহার করতে পারেন। এবার আপনার পছন্দমত জিনিস দিয়ে শেলফটি সাজিয়ে নিন।
বাজার থেকে কিনতে গেলে আপনি হয়তো গতানুগতিক ডিজাইনের কোন শেলফ খুঁজে পেতেন। তবে নিজের হাতে বানানোর কাঠের বাক্সের এই শেলফ কিন্ত একদিকে যেমন নতুনত্ব ভাব জুড়ে দিলো, অন্যদিকে ক্রিয়েটিভ ডিজাইনে ঘরের ইন্টেরিয়র স্টাইলেও যুক্ত হল নিজস্বতা। আর তাই বেডরুম, লিভিংরুম কর্নার, বাগান কিংবা অফিস এরিয়া সাজাতে বানিয়ে নিন কাঠের বাক্স দিয়ে নান্দনিক শেলফ!