By Tasnim Jarin
নতুন বছরকে বরণ করে নিতে পরিকল্পনার যেন কোন কমতি থাকে না। পুরাতন বছরটা যেমনই কাটুক না কেন, নতুনকে ঘিরে তাই যেমন অনেক প্রত্যাশা থাকে, তেমনি প্রস্তুতিও নেয়া চাই দ্বিগুণ উৎসাহে। গত বছরের সকল প্রাপ্তি যেন হয়ে ওঠে নতুন বছরে পথচলার প্রেরণা, অদম্য এক শক্তি। আর এই প্রেরণাকে কাজে লাগিয়ে নতুনের পথে হেঁটে চলার প্রত্যয়ে নতুন বছরের শুরুটা আমরা করতে চাই একটু ভিন্ন উপায়ে, চমৎকার সব আয়োজনের মধ্য দিয়ে।
২০২১ থেকে ২০২২ সালে পদার্পণের সময়টা শুধুমাত্র ঘড়ির কাঁটায় সংখ্যার পরিবর্তনই নয়। বরং, নতুন কিছু প্রতিজ্ঞা, পুরাতনকে ঘিরে নতুন করে ভাবতে শেখার সুযোগ। আর তাই নতুন বছর শুরুর আয়োজনটাও হওয়া চাই স্পেশাল।
২০২১ সালে ঘটে যাওয়া দারুণ কোন ঘটনা বা বিশেষ মুহূর্ত গুলোকে ফ্রেমবন্দী করে সাজাতে পারেন বাসার নির্দিষ্ট কোন দেয়াল। ২০২০ সালের মতো ২০২১ সালও বেশ দুশ্চিন্তায় কেটেছে কম-বেশি অনেকের জীবনে, তবে অনিশ্চিত সময় কাটিয়ে ইতিবাচক মুহূর্তও হয়তো জীবনে এসেছে। সাধারণত যেকোনো পার্টি উদযাপনের জন্য আমরা ঘর সাজিয়ে থাকি দারুণ সব ক্রাফট এবং লাইট দিয়ে। তবে নতুন বছর উদযাপনের আয়োজনে কিছুটা ভিন্নতা আনতে এবার না হয় নিজের জীবনে ঘটে যাওয়া মুহূর্তগুলো দিয়েই ঘর সাজালেন। হতে পারে আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, কিংবা দেশের ভেতর বা বাইরে কোথাও ঘুরতে গিয়েছেন অথবা আপনার বিশেষ কোন অর্জনে তোলা সকল ছবিগুলো নিয়ে আপনি একটি মেমোরি ওয়াল সাজাতে পারেন। স্ট্রিং এর মধ্যে ছবিগুলো ঝুলিয়ে দিয়ে, সাথে লাইটিং যুক্ত করে দিন, দেখতে অনেক ইউনিক দেখাবে।
গতানুগতিক আয়োজন থেকে কিছুটা ভিন্নতা আনতে এবার করতে পারেন ইন্টারেস্টিং একটি কাজ। আর সেটা হল ঘরের নির্দিষ্ট কোন দেয়াল বেছে নিন এবং সে দেয়ালে কালারফুল নোট পেপারে বিগত বছরের প্রাপ্তি-অপ্রাপ্তি এবং আগামী বছরে যা যা করার প্ল্যান আছে তা লিখে কর্নারটা সাজিয়ে নিন। হতে পারে আপনার কোন স্বপ্ন পূরণ হয়েছে, হতে পারে আপনি হয়তো কোন কিছুতে সফলতা পাননি, হতে পারে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান অবশেষে বাস্তব হয়েছে ইত্যাদি নানা ধরনের বিষয়গুলো থাকবে রঙিন এই নোটের পাতায়।
তবে এছাড়াও ঘর সাজাতে আপনি পেপার ক্রাফটসও বানিয়ে নিতে পারেন। এক্ষেত্রে হ্যান্ডমেইড ফ্যান, ফ্লাওয়ার হতে পারে দারুণ আইডিয়া। তবে এসব কিছুর সাথে নির্দিষ্ট কোন থিম বা কালারের বেলুন দিয়েও ঘর সাজাতে পারেন। ছোট থেকে বড় যেকোনো বয়সের মানুষই বেলুন পছন্দ করে। তাই আয়োজনের জন্য বেশ কিছু বেলুন ফুলিয়ে ঘরের বিভিন্ন কোণে রেখে দিন। চাইলে মার্কার দিয়ে বেলুন গুলোতে মজার মজার কমেন্টও লিখতে পারেন বা সবাই মিলে পিলো পাসিং ও খেলতে পারেন এই বেলুন দিয়ে।
উৎসবের আয়োজন হবে আর ছবি তোলার জন্য নির্দিষ্ট কোন জায়গা থাকবে না, তা কি হয়? বিশেষ এই আয়োজনে পরিবার ও বন্ধুদের সাথে ছবি তোলার জন্য একটি ফটো কর্নার বানিয়ে নিন। বেকড্রপের জন্য বেছে নিন রূপালি, সোনালি কিংবা অন্য পছন্দের যেকোনো রঙের চিকন এবং লম্বা করে কাঁটা কাগজ। এক্ষেত্রে চিকচিকে কাগজগুলো হবে পারফেক্ট। আর প্রপস হিসেবে বানাতে পারেন চশমা, ২০২২ লেখা কোন সাইন, ক্রাউন ইত্যাদি।
এছাড়া ফটো ফ্রেম বানানোর জন্য কার্ডবোর্ড দিয়ে একটা বড় ফটো ফ্রেমের আকৃতি অনুযায়ী কেটে নিয়ে এর মধ্যে আঠা দিয়ে রঙিন চার্ট পেপার বা গোল্ডেন-সিলভার পেপার ফ্রেমের মধ্যে বসিয়ে দিতে হবে। এবার ফ্রেমের উপর ছড়িয়ে দিতে হবে কিছু গ্লিটার। অতঃপর ছবি তুলুন যত ইচ্ছা তত!
পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুনের সাথে পথ চলা হোক নতুন কিছু রেজ্যুলুশন নিয়ে। ২০২২ আসুক পজিটিভ কোন বার্তা নিয়ে। সুস্থতায় ও নিরাপদে কাটুক নতুন এই বছর। প্রাপ্তি-অপ্রাপ্তিকে সাথে নিয়ে ২০২২ সাল আসুক নতুন করে।
হ্যাপি নিউ ইয়ার টুয়েন্টি টুয়েন্টি টু!