সাদিয়া ইসলাম বৃষ্টি
শহরভরা ইট-পাথরের খোপ। বিশেষ করে, বর্তমান কোভিড-১৯ মহামারিকালীন সময়ে থমকে যাওয়া এই ব্যস্ত শহরের মলিন দেয়ালে জীবনকে খুঁজে পাওয়ায় মুশকিল। কোয়ারেন্টিনে এভাবে সময় কাটাতে আর ভালো লাগছে না? ঘরে বসে বসে একই পরিবেশে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত বোধ করছেন? তাহলে এবার শরীরকে একটু কাজ আর মনকে একটু আনন্দের খোরাক দেওয়া যাক! একঘেয়ে সাদামাটা ঘরের দেয়ালগুলোকে নিজের সবটুকু ইচ্ছা আর কল্পনা দিয়ে একদম অন্যরকম করে তুলুন এবার। বার্জারের দারুণ, স্বাস্থ্যকর আর সাশ্রয়ী সব ওয়াল পেইন্ট কালেকশন তো রয়েছেই, এছাড়া নিজে নিজেও পরিবারের বাকি সদস্যদের সাথে দেয়ালে পেইন্ট করে সময়টাকে উপভোগ করতে পারেন আপনি।
চলুন না, দেয়ালের আঁকিবুঁকি নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক!
দেয়ালে রঙ করার আগে ঠিক করে নেওয়া ভালো যে, কোন ঘরের দেয়ালে কেমন আলপনা আর ছবি চাচ্ছেন আপনি। ঘরভেদে ভিন্নতা বেছে নিতেই পারেন আপনি। এই যেমন-
উপরে তো কোন ঘরের দেয়ালে কেমন আঁকিবুঁকি রাখবেন সেটার কথা বলা হলো। কিন্তু এছাড়াও আপনার ঘরের দেয়ালে থাকা নানারকম জিনিসপাতিকে রঙ দিয়ে এঁকেই একদম অন্যরকম একটা চেহারা দিতে পারেন আপনি। কেমন? দেখে নিন তাহলে!
প্রতিটি ঘরেই নিশ্চয় সুইচবোর্ড রয়েছে? সেগুলোকে রঙ দিয়ে দারুণ কিছু করে তুলুন। এই যেমন- সুইচবোর্ডকে বাড়ি হিসেবে ধরে নিয়ে সেটার উপরে একটা বড় ছাদ এবং চারপাশে গাছপাতা করে দিন। দারুণ লাগবে তাই না?
দেয়াল মানেই সেখানে ফাটল ধরবেই। সেই ফাটলগুলোকেই রোমাঞ্চকর আর অন্যরকম কিছু করে ফেলুন। বিশাল কোন গুহা থেকে শুরু করে গাছের শিকড় বা ডালপালা- ফাটলের সেই চির থেকে হতে পারে এমন অনেক কিছু। চাঁদেও তো ফাটল দেখা যায়। তাহলে একটা চাঁদই কেন একে ফেলছেন না!
টেলিভিশনের দিকে আমরা অনেকটা সময় তাকিয়ে থাকি। তাই ইচ্ছে করলে টেলিভিশনের চারপাশের দেয়ালটাকে একঘেয়ে করে না রেখে নানারকম আল্পনা আর ছবি একে দিতে পারেন। টেলিভিশনের উপরে দাঁড়িয়ে থাকা একটা বাঘ বা টেলিভিশনের পাশ দিয়ে ঝুলে থাকা একটা পাণ্ডা বা বানরও হতে পারে সেটা।
দেয়ালে আয়না ঝুলে আছে একা একা? আয়নার চারপাশে নানারকম ছবি আঁকুন। প্রাণী না হলেও একটা বা অনেকগুলো ফুল ও পাতা একে ফেলুন। দেখতে অসাধারণ লাগবে। ঠিক একই কাজটা আপনি করতে পারেন শোবার ঘরের খাটের মাথার পেছনে থাকা দেয়ালেও।
আপনি যদি বার্জার থেকে কোন ইলিউশন পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে খুব একটা ঝক্কি পোহাতে হবে না আপনাকে রঙ নিয়ে। কিন্তু নিজে যদি কোন ব্যবস্থা নিতে চান দেয়ালের আঁকিবুঁকি নিয়ে, তাহলে প্রথমে পেন্সিল দিয়ে দেয়ালে হালকা করে ছবি আঁকুন।
রঙ করার জন্য ডিসটেম্পার, প্লাস্টিক পেইন্ট, লাক্সারি পেইন্ট, এনামেল পেইন্ট থেকে শুরু করে অ্যাক্রিলিক পেইন্ট, নেইল পলিশ, আইলাইনার, রং-তুলি ইত্যাদি বেছে নিতে পারেন। তবে আগে রঙ ব্যবহার না করে থাকলে চেষ্টা করুন রঙ একটু ঘন রাখতে। এতে করে রঙ গড়িয়ে পড়বে না।
তাহলে, কী ভাবছেন? দেয়ালের আঁকিবুঁকিটা এবার হয়েই যাক!