টায়ার থেকে চেয়ার - Berger Home Diaries
parallax background

টায়ার থেকে চেয়ার

By Kazi Sadia Islam Roza

ঘর সাজাতে সবসময় যে আপনাকে বিশাল অংকের টাকা খরচ করে আসবাবপত্র কিনতে হবে, ব্যাপারটা কিন্তু ঠিক তা নয়। ঘরে পড়ে থাকা পুরোনো অনেক কিছু দিয়ে আপনি নিজের খানিকটা সময় বের করে বানিয়ে নিতে পারেন নতুন কোন আসবাব। সবসময় যে প্রক্রিয়াটি সহজ, সেটাও বলছি না। তবে, ঘরে বসে পুরোনো টায়ার দিয়ে চেয়ার বানানোর থেকে সহজ কিছু সত্যিই আর নেই। 

পুরোনো টায়ার দিয়ে চেয়ার বানাতে আপনার দরকার মাত্র ৩টি উপকরণ: 

১। যে কোনো সাইজের টায়ার: যে কোনো ধরনের পুরোনো টায়ার দিয়ে আপনি চেয়ার বানাতে পারবেন। আর যদি হাতের কাছে টায়ার না থাকে, তাহলে অনেক গাড়ি মেরামতের দোকানে কম দামে পুরোনো টায়ার পাওয়া যায়। সেখান থেকে চাইলে কিনে নিতে পারেন।

https://lh4.googleusercontent.com/xvTQBERJcyOYd6xmAWKbI40Ovm3LnlZ81a2NU3MYEEvV-ZTWvJA5V0Jvbyec-ycfgGtenvLI9PBwX2HLIeb4hL2dh9uSEzyobX4KcjrxryzDYIyFoHEF4lwvl5pJPrh03RLq7Yic

২। স্প্রে পেইন্ট: টায়ার হাতে আসার পর প্রথমে সেটাকে ভালো করে পরিষ্কার করে, তারপর স্প্রে পেইন্ট দিয়ে নিজের পছন্দ মতো পেইন্ট করতে হবে। এখানে একাধিক রঙ ব্যবহার করে কিংবা নানা প্যাটার্ন ব্যবহার করেও পেইন্ট করতে পারেন। পুরো প্রক্রিয়াটিই নির্ভর করছে আপনার নিজের রুচি, পছন্দ ও শৈল্পিক সত্ত্বার উপর।

https://lh6.googleusercontent.com/C7x8yyrSMzf58_fWUP8GOlZ4SylBymdFKS-itghak_5-kZxTMT28rRp_Atph0I3MvQ5ep827kPwWjiQYJEXIYWQHp5uDvrd43aCCxOMb4OHDZJer27qOxcwvg9XLqs6XYAmfRFKU

৩। রশি অথবা তুলার কুশন: টায়ারের চেয়ারকে বসার উপযুক্ত করতে রশির ব্যবহার সব থেকে সাশ্রয়ী। ড্রিল ম্যাশিন দিয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ছিদ্র করে তাতে রশি ভরে শক্ত বাঁধন দিলে তা ভার বহন করার মতো হবে। এবং অনায়েশে সেটি বারান্দায়, ছাদে কিংবা উঠানে ব্যবহার করা যাবে। তবে একটু আরামদায়ক চেয়ার চাইলে আপনাকে টায়ারে যোগ করতে হবে তুলার কুশন। বাজারে সাইজ এবং পছন্দ মতো আপনি খুব সহজেই পেয়ে যাবেন এই ধরনের কুশন। তবে চাইলে অর্ডার করে নিজের মতো করে বানিয়েও নিতে পারেন।

https://lh4.googleusercontent.com/l7a8MdaNgH498iu5moRh5YH2aMB0d6S5RMATrnu3dF-yesPhe9ynPzzYXSNj5nvWav6wRwnwPmJTID-XMWNhZJCqy8GRfThQuZo3nMmHA4psb_83k8SjvLI3UOAb8NjFzFyAx55P

কাঠের ব্যবহার বৃদ্ধিতে প্রতিদিন কাটা হচ্ছে লাখ লাখ গাছ আর প্লাস্টিক ব্যবহার সরাসরি করছে পরিবেশের বিশাল ক্ষতি। তাই এই সময়ে টায়ার দিয়ে আসবাব বানিয়ে আপনি যে শুধু আপনার পকেট সাশ্রয় করছেন, ঠিক তা কিন্তু নয়। আপনি আপনার পরিবেশকেও সাহায্য করছেন। 

  •  
  •  
  •  
  •   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *