ক্রিয়েটিভ কাজে শিশুদের সময় কাটবে আনন্দে - Berger Home Diaries
parallax background

ক্রিয়েটিভ কাজে শিশুদের সময় কাটবে আনন্দে

By Tasnim Jarin

বই পড়া, খেলাধুলা কিংবা কার্টুন দেখা অবসর সময়ে এ ধরনের বিভিন্ন কাজের মধ্য দিয়ে সাধারণত শিশুদের সময় কাটে। তবে এ ধরনের কাজ ছাড়াও বাচ্চাদেরকে যদি ক্রিয়েটিভ আরও কিছু কাজের সাথে যুক্ত করা যায়, তবে তা কিন্তু তাদের মানসিক বিকাশে বিশেষ প্রভাব ফেলবে। আর পাশাপাশি তারা সৃষ্টিশীলও হয়ে উঠবে।

এমন ধরনের সৃষ্টিশীল কাজে সাধারণত বাবা-মা বা বাসার বড়দের সাথে শিশুরা বেশ কিছুটা সময় যেমন কাটাতে পারে, তেমনি নতুন কিছু বানানো বা করার জন্যও তারা আগ্রহ পায়। তবে চলুন এমন কিছু ক্রিয়েটিভ কাজ সম্পর্কে আলোচনা করা যাক।

পেপার ক্রাফট

paper-butterflies-craft.jpg

পেপার ক্রাফট হতে পারে অনেক ধরনের। ফুল, প্রজাপতি কিংবা ডেকোরেশন এর কোন আইটেম বানানোতে বাসার ছোট্ট সদস্যটিও কিন্তু অংশগ্রহণ করতে পারে। ক্রিয়েটিভ বিভিন্ন জিনিস বানানোতে তারা যেমন আনন্দ পাবে। তেমনি নতুন নতুন জিনিস বানানো শেষে তারা নিজেরাই নিজেদের উপর গর্ববোধ করবে, যা সত্যি অনেক প্রয়োজন। পেপার ক্রাফট বানানোর জন্য কাঁচির ব্যবহার যে সাবধানে করতে হয়, কিংবা ধৈর্য নিয়ে বসে কাজ শেষ হওয়া পর্যন্ত যে নির্দিষ্ট সেই কাজের সাথে যুক্ত থাকতে হয়, এই বিষয় গুলোও শিশুরা শিখতে পারবে পেপার ক্রাফট বানানোর মাধ্যমে।

প্লেডো দিয়ে জিনিস তৈরি

5e820d781378e33aec6910a4.png

প্লেডো দিয়ে খেলতে অনেক বাচ্চারাই পছন্দ করে, তবে এটি দিয়ে যে মজার মজার সব জিনিসের আকার দেয়া সম্ভব সেটাও কিন্তু শিশুদের শেখানো যায়। পশু-পাখি, বিভিন্ন ফলের আকৃতি কিংবা রঙ চেনানোর জন্য প্লেডো দিয়ে দারুণ সব জিনিস বানিয়ে তা ঘরে সাজিয়ে রাখা যায়। এতে করে শুধুমাত্র খেলার জন্য নয়, বরং খেলার পাশাপাশি শিশুরা কিছু শিখতেও পারবে।

ছবি আঁকা

731247928-H.jpg

বাচ্চারা সাধারণত দেয়ালে আঁকতে খুব পছন্দ করে। সাদা ছোট কাগজের থেকে দেয়ালের ক্যানভাসেই তাদের আঁকতে ভীষণ পছন্দ। যদিও এতে দেয়াল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে বার্জারের ইজি ক্লিন পেইন্ট দিয়ে যদি ঘরের দেয়াল রঙ করা থাকে, তবে এটা যেন কোন সমস্যাই না। হোক দেয়াল কিংবা কাগজ, শিশুদের মানসিকতার বিকাশের জন্য সৃষ্টিশীল এই কাজের সাথে তাদের যুক্ত করা অত্যন্ত জরুরি।   

ধাঁধার রাজ্যে হারিয়ে যাওয়া

kid-playing-with-jigsaw_23-2148131093.jpg

বাচ্চাদের জন্য চমৎকার একটি খেলা হতে পারে ধাঁধার সমাধান করা। শব্দের ধাঁধা বা কোন কিছু লুকিয়ে রেখে তা খুঁজে বের করার ধাঁধা সহ সংখ্যা শেখার জন্যও মজার মজার সব ধাঁধা খেলা যেতে পারে। নতুন এ ধরনের অ্যাক্টিভিটির সাথে যুক্ত হলে বাচ্চাদের সময় কাটবে বেশ আনন্দে।

বাচ্চাদের সাথে দারুণ কিছু সময় কাটাতে বাবা-মারা তাই শিশুদের সাথে মজার এই কাজ গুলো করতে পারেন। এতে করে বাচ্চারাও অনেক কিছু শিখতে পারবে খুব সহজে।

  •  
  •  
  •  
  •   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *