কাঁচের পুরনো জিনিস হয়ে যাক আলোর বাতি - Berger Home Diaries
parallax background

কাঁচের পুরনো জিনিস হয়ে যাক আলোর বাতি

By Tasnim Jarin

আমাদের বাসায় কতশত এমন জিনিস থাকে, যা একবার ব্যবহারের পর হয়তো তা দ্বিতীয়বার আর ব্যবহার করা হয় না। অথবা পুরনো কোন বোতল, পাত্র, বা অন্যান্য এমন অনেক জিনিস, যা এক-দুইবার ব্যবহারের পর এর আর কোন প্রয়োজন আমরা অনুভব করি না। ফলাফলে দিনের পর দিন জমতে জমতে হয়তো এমন অনেক জিনিস হয়ে যায়, যা আমাদের স্টোর রুম বা ঘরের আনাচে-কানাচে ‘অকেজো জিনিস’ এর খেতাব নিয়ে পড়ে থাকে।

আর এমনই কিছু জিনিস কাজে লাগিয়ে আরও দারুণ কোন জিনিস যদি বানানো যায়, তবে মন্দ কী! আলোক বাতি পছন্দ করেন না, এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া বেশ কঠিনই হবে। এলইডি লাইটের রুম জুড়ে থাকা আলো অনেক সময়ই চোখকে ক্লান্ত করে তোলে। আবার হয়তো ইচ্ছা করলো দখিনা বাতাসে রুমে নিয়ন বা মৃদু আলোর ব্যবস্থা করতে, সেক্ষেত্রেও কিন্তু টুকটাক ক্রিয়েটিভিটি করে পুরনো বা অকেজো হয়ে পড়ে থাকা জিনিস থেকে দারুণ কোন আলোক বাতি বানিয়ে ফেলা যায়। যা বাজার থেকে কিনে আনা ল্যাম্পের আলোর চেয়েও হয়তো বেশি মায়াবী মনে হবে। তবে চলুন এমনই কিছু আইডিয়া সম্পর্কে আজকে জেনে নেয়া যাক। 

MasonJarLights-Amazon.jpg

ঘরের ইন্টেরিয়রের সৌন্দর্যে লাইট বা আলোর ব্যবহার যেন পুরো চিত্রই পাল্টে দেয়। আর তাই তো ইন্টেরিয়র ডিজাইনিং-এ পরিবর্তন আনতে লাইট এর জন্য নিত্যনতুন কিছু বানিয়ে নিতে পারেন। ঘরের আবহে চমৎকার এক পরিবর্তন নিয়ে আসবে এই আলোক রশ্মি। শুধু তাই-ই নয়, আপনার মনকেও আরও প্রফুল্ল করে তুলবে আলোক বাতির এই জাদু।

মাসন জার থেকে হ্যাঙ্গিং লাইট

sddefault.jpg

সাধারণত জুস বা মজাদার সব শেক খাওয়ার জন্য অনেকেই ম্যাসন জার ব্যবহার করে থাকেন। তবে জারটি পুরনো হয়ে গেলে তা ফেলে না রেখে এটি দিয়ে বরং ম্যাসন হ্যাঙ্গিং ল্যাম্প বানিয়ে ফেলুন। এর জন্য প্রয়োজন হবে- ম্যাসন জার, রশি, প্লাইউড বোর্ড, সকেট শেল সহ লাইটের তার, স্টিল কাটার ইত্যাদি।

বানানোর প্রক্রিয়াটি কিন্তু বেশ সহজ। ম্যাসন জারের ঢাকনা খুলে, ঢাকনার মাঝ বরাবর সকেট শেলের মাপ অনুযায়ী গর্ত করে সেখানে সকেট শেল ঢুকিয়ে ভালোভাবে আটকে দিতে হবে। এবার সকেটে লাইট বসিয়ে দিন, ব্যাস হয়ে গেল! এবার প্লাইউডের বোর্ডের উপর জারটি বসিয়ে দিন। চাইলে মোটা রশি দিয়ে জারের মুখের দিকে ভালোভাবে বেঁধে তা ঝুলিয়েও দিতে পারেন অথবা বোর্ডের উপর বসিয়েও ঘর সাজাতে পারেন।

প্লাস্টিকের গ্লাস দিয়ে পেন্ডেন্ট লাইট

1448902936-christmas-fairy-lights-paper-cups.jpg

প্লাস্টিকের এক রঙের গ্লাস কিংবা প্রিন্টের কাপ অনেক সময়ই বাসায় পড়ে থাকে। এগুলো দিয়েও কিন্তু বেশ সহজে লাইট বানিয়ে তা বারান্দা বা গার্ডেন এরিয়া সাজাতে ব্যবহার করতে পারেন। প্লাস্টিকের গ্লাস উল্টে নিয়ে এর নিচের দিকটা কেটে নিয়ে এবার মরিচ বাতির তার ঢুকিয়ে, ৬ থেকে ৭টি পর পর কাপ রেখে তা রশির মতো রুমের এক পাশ থেকে আরেক পাশে ঝুলিয়ে বেঁধে দিন শক্ত করে। ব্যাস এবার লাইটের সুইচ অন করলেই ঘরে মায়াবী আলো ছড়িয়ে পড়বে।

কাঁচের বোতলে পেন্ডেন্ট ল্যাম্প

DIY-wine-bottle-pendant-light-final.jpg

কাঁচের বিভিন্ন আকৃতির বোতল বাসায় কম-বেশি থাকে। ফেলা রাখা এই বোতলগুলো দিয়ে ঘর সাজানোর কাজে লাগাতে পারলে দারুণ হয়। যেমন ধরুন লম্বাটে আকৃতির কাঁচের বোতলের তলা কেটে এর ভেতর বাল্ব লাইট এবং সকেট শেল ঢুকিয়ে ফিক্সড করে নিন। এবার লাইটের তার ঝুলিয়ে দিন ড্রইং বা ডাইনিং এরিয়ায়। অথবা আপনি চাইলে তা ঝুলিয়ে না দিয়ে, সুবিধামতো কোন জায়গায় ঘরের কোন কর্নারে কয়েকটি কাঁচের বোতল রেখে দিন। এভাবেই পুরনো কাঁচের বোতল, প্লাস্টিকের গ্লাস দিয়ে খুব সহজভাবেই ঘরেই ল্যাম্প বানিয়ে নিতে পারেন। ক্রিয়েটিভ ডিজাইনে বানানো এই লাইটগুলো নিঃসন্দেহে ঘরের সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে দিবে।       

  •  
  •  
  •  
  •   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *