বসন্তের রঙ থাকুক অন্দর জুড়ে - Berger Home Diaries
parallax background

বসন্তের রঙ থাকুক অন্দর জুড়ে

By Tasnim Jarin

প্রকৃতির পালা বদলে কখনও প্রখরতা, কখনও স্নিগ্ধ জলধারা, কখনও আবার কুয়াশার চাদরে শীতের সাথে হয় দেখা। একেক ঋতুতে আমাদের পরিচয় হয় প্রকৃতির বিভিন্ন রূপের সাথে। আর এসব কিছুর প্রভাব পড়ে আমাদের ব্যক্তিত্বে, আমাদের ভালো লাগায়। এক টুকরো প্রকৃতিকে আমরা আগলে রাখতে চাই অন্দরের সাজে। আর তাই তো একেক ঋতুতে একেকভাবে সাজিয়ে তুলি ভালোবাসার ছোট্ট নীড়।

শীত শেষে বসন্তের আগমনে প্রকৃতি যেমন তার রুক্ষতা-শুষ্কতা থেকে জেগে উঠে আবার নতুন করে, ঠিক তেমনি ঘরের পরিবেশে বসন্তের আগমনে কিছু পরিবর্তন আনতে বসন্তের হলুদ, সাদা, কিংবা লালচে রঙে রাঙিয়ে নিতে পারেন অন্দরের প্রতিটি কোণ।

ঘরের সাজে কিছুটা ভিন্নতা আনতে এবং ঘরে প্রকৃতির উপস্থিতি ধরে রাখতে বেছে নিতে পারেন কাঠ। সেটি হতে পারে ঘরের লিভিং রুম বা ড্রইং রুমের নির্দিষ্ট কোন দেয়াল ডিজাইন করে। ফ্লোরে কাঠের একটা স্পেস তৈরি করতে, কিংবা দেয়াল জুড়ে ছোট-বড় কয়েকটি শেলফ করে সেখানে ছোট ছোট ইনডোর প্ল্যান্টের একটি কর্নার তৈরিতে। ড্রইং রুমে যেহেতু অতিথিদের সাথে গল্প-আড্ডা বেশি হয়, তাই ড্রইং রুমের একটা অংশে কাঠের ফ্লোর করে নিতে পারেন। এছাড়া ঘরের কোণে একটি কাঠের ল্যাম্প এবং বিভিন্ন সাইজের কাঠের দেয়াল ফ্রেমও রুমের সৌন্দর্য দ্বিগুণ করে দিবে।

আয়না, ঘর সাজানোর অন্যতম আকর্ষণীয় একটি উপকরণ। নকশা করা কাঠের ফ্রেমের আয়না কিংবা সাধারণ ফ্রেমের ডিজাইন করা কোন মেটালের আয়না, যেটাই বেছে নিন না কেন, ঘর সাজানোর তালিকা থেকে আয়নাকে যেন কোনভাবেই বাদ দেয়া সম্ভব নয়। বসন্ত মানেই যেমন প্রকৃতির মাঝে তারুণ্য খেলা করে। তেমনি ঘরের বিভিন্ন কোণ জুড়ে থাকা বিভিন্ন ডিজাইনের আয়না যেন ফুটিয়ে তুলে সৌন্দর্যের দারুণ এক প্রতিচ্ছবি। আর তাই তো অন্দর জুড়ে আয়নার উপস্থিতি থাকা চাই-ই চাই!

এবার আসবে বিভিন্ন ধরনের আর্ট, প্যাটার্ন দিয়ে ঘর ডিজাইন করার বিষয়টি। রুম বুঝে ঘরের একেক দেয়ালের জন্য একেক ধরনের প্যাটার্ন বেছে নিতে পারেন। কেউ হয়তো রাস্টিক ভাব পছন্দ করেন, কারো থাকে ছিমছাম সাদা ডিজাইন পছন্দ, কেউ বা স্কেচ বা একক রঙের থিমেই সাজাতে চান ঘরের দেয়াল। মডার্ন-ক্ল্যাসিক-এন্টিক, জ্যামিতিক কিংবা থিম আর্ট; যেকোনটি আপনি বেছে নিতে পারেন ঘরের সাজে।

ইনডোর এবং আউটডোর প্ল্যান্ট বরাবরের মতোই ঘর সাজানোর অন্যতম জনপ্রিয় উপকরণ। বিশেষ করে বসন্তের থিমে যখন অন্দর সাজানোর কথা বলা হচ্ছে, তখন প্রকৃতির কোমলতা এবং সতেজতা ঘরের মাঝে জায়গা করে দিতে এর চেয়ে দারুণ উপায় আর কি-ই বা হতে পারে। আর এর সাথে বাহারি ডিজাইনের ফ্লোর ম্যাট এবং কুশন ও থ্রো পিলো হবে, এক কথায় বোনাস! যেহেতু বসন্তের সাজে ঘরের গতানুগতিক চেহারায় পরিবর্তন আনার জন্য ছোট ছোট এই ধাপগুলো নেয়া হচ্ছে। তাই যতটা রঙিন উপকরণ দিয়ে ঘর সাজানো হবে, ঘরে বসন্তের আবহও ফুটে উঠবে ঠিক যেন প্রকৃতির মতো করে।

আপনি চাইলে ঘরের দেয়ালে বার্জারের ফ্লোরাল মোটিফ দিয়েও ইলিউশন ডিজাইন করে নিতে পারেন। অফ হোয়াইট, সাদা কিংবা অন্য হালকা কোন রঙের উপর ফুলের প্যাটার্ন, অ্যামবুশ কিংবা যেকোন ফিচার থিম মানিয়ে যাবে বেশ। এছাড়া আপনি চাইলে একক কোন রঙ বেছে নিয়ে, নির্দিষ্ট সেই রঙের বিভিন্ন শেড দিয়েও দেয়ালে চমৎকার একটি ইলিউশন করে নিতে পারেন। অথবা বিশাল বড় কোন ক্যানভাসে এঁকে নিয়ে সেটি দেয়ালে ঝুলিয়ে কিংবা রুমের কোণে ফ্রেম করে তা সাজাতে পারেন।

ঘর সাজানোর কথা বলতেই আমরা মনে করি অনেক টাকা-পয়সার বিশাল খরচ। আর সাথে ঘর সাজানোর উত্তেজনায় অতি আগ্রহে আমরা অনেক সময় ঘরে নিঃশ্বাস নেয়ার জায়গাটুকু রাখতেও ভুলে যাই। যদিও এ ধরনের কাজ একদমই করা উচিত না এবং খরচের এই ধারণাটাও ভুল। কেননা, ঘর সাজানো মানেই যে অনেক কিছু করা, তা কিন্তু নয়। বরং, ছোট ছোট কিছু পরিবর্তন আর সহজ কিছু ধাপ অনুসরণ করে মিনিমালিস্টিক উপায়েই অন্দর সাজিয়ে নেয়া সম্ভব যেকোনো সময়ে।

আর তাই বসন্তের আগমনেই না হয় আপনার ঘর সাজানোর পরিকল্পনাটা পূর্ণতা পেয়ে যাক নতুন রূপে!

  •  
  •  
  •  
  •   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *