পোষা প্রাণীর জন্য ঘর সাজানোর টিপস - Berger Home Diaries
parallax background

পোষা প্রাণীর জন্য ঘর সাজানোর টিপস

By Tasnim Jarin

ঘরে পোষা প্রাণী রাখতে অনেকেই ভালোবাসেন। বিশেষ করে বিড়াল এবং কুকুর পালা অনেকের জন্যই দারুণ এক শখের এবং মায়ার বিষয়। শখের এই পোষা প্রাণী রাখতে তাই আয়োজনও হওয়া চাই পরিপূর্ণভাবে। যেহেতু আপনার বাসায় অবুঝ কোনো প্রাণী থাকবে, যে কিনা তার কথাগুলো কোন শব্দে বা বাক্যে প্রকাশ করতে পারবে না। তাই মানুষকেই তাদের প্রয়োজন-অপ্রয়োজনের দিকগুলো বিবেচনা করে সেভাবেই ঘর সাজানোর প্রস্তুতি নিতে হবে। আর তাই শখের এই পোষা প্রাণীদের ঘরে রাখতে হলে, তাদের জন্য বসবাসের জায়গাটাও যে উপযোগী করে রাখা প্রয়োজন। নিজের জন্য ঘর সাজানোর পাশাপাশি ঘরের পোষা প্রাণীদের জন্যও ঘরে যথাযথ ব্যবস্থা রাখতে কী কী করবেন চলুন কিছু টিপস সম্পর্কে জেনে নেয়া যাক।     

আরামদায়ক ফ্লোরিং

পোষা প্রাণীরা যেহেতু ফ্লোরেই চলাফেরা করে বেশিরভাগ সময়, তাই আরামদায়ক ফ্লোরিং এর ব্যবস্থা থাকা আবশ্যক। ফ্লোরে রাগস বা কার্পেট রাখলে তার উপর বসতে আরাম পাবে। এছাড়া পশমী সার্ফেসের ব্যবস্থাও করা যেতে পারে। তবে যেহেতু এই জায়গাগুলোতে অনেক ময়লা জমবে তাই সপ্তাহে অন্তত কয়েকবার ফ্লোরিং এর জায়গা ভালোভাবে পরিষ্কার করতে হবে। না হলে জায়গাটা অস্বাস্থ্যকর হয়ে থাকবে।   

সেফটি নেট  

পোষা প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতে ঘরের খোলা জায়গাগুলো যেখান থেকে সহজেই ঘরের বাইরে চলে যাওয়া সম্ভব, সেগুলোতে সেফটি নেটের ব্যবস্থা করতে হবে। যেমন ঘরের বড় জানালা-দরজা এবং বারান্দায় সেফটি নেট এর ব্যবস্থা করতে পারেন। এতে করে নিশ্চিন্তে ঘরের ভেতর থেকে খেলাধুলা করতে পারবে। ফলে বাইরে চলে যাওয়া বা ব্যাথা পাওয়া নিয়ে আপনাকেও আর দুশ্চিন্তায় থাকতে হবে না।

ঘরের কোণে বেতের বাস্কেট

ভাবছেন পোষা প্রাণীদের জন্য ঘর সাজাতে বাস্কেটের কী প্রয়োজন? মূলত বিড়াল বিভিন্ন জায়গায় গুটিসুটি হয়ে বসে থাকতে পছন্দ করে। আর একারণেই ঘরের বিভিন্ন কোণে বেতের বাস্কেট রেখে সেখানে তোয়ালে ভাঁজ করে রেখে দিতে পারেন। বিড়াল বেশ আরাম করেই বসতে পারবে। আর বেতের বাস্কেট ঘরে রাখলে তা দেখতে এমনিতেও বেশ সুন্দর লাগে। তবে পোষা প্রাণীর খেলনা রাখার জন্যও এই বাস্কেট ব্যবহার করতে পারেন।  

বাথ স্টেশন

যদি সম্ভব হয় তবে পোষা প্রাণীদের পরিষ্কার করানো বা গোসল করানোর জন্য আলাদা একটা জায়গা করে নিতে পারেন। ঘরের সাধারণ বাথরুম থেকে যে কোনোটি তাদের জন্য আলাদা করে দিতে পারেন। আর সেখানে অবশ্যই এমন কোনো কিছু যেন না রাখা থাকে যা দিয়ে প্রাণীগুলো ব্যাথা পেতে পারে সেদিকটিও খেয়াল রাখা জরুরি। বাথ স্টেশনে চাইলে বাচ্চা যেসকল ছোটো খেলনা দিয়ে খেলে, পোষা প্রাণীদের জন্য সেরকম খেলনাও রাখতে পারেন। 

পোষা প্রাণীর জন্য প্লে জোন 

প্লে জোন থাকলে পোষা প্রাণী যদি একের অধিক থাকে তবে তারা সেখানে খেলতে পারবে। চাইলে খেলার এই জায়গার এক কোণে তাদের জন্য খাওয়ার ব্যবস্থাও করতে পারেন। যেখানে তাদের খাবারের পাত্রগুলো রাখা থাকবে। নিয়ম করে প্রতিবেলা আপনি সেখানেই খাবার দিয়ে আসবেন। তারাও মজা করে খেয়ে নিবে। ঘরের অন্যান্য রুমেও তখন আর ছোটাছুটি করবে না। 

পোষা প্রাণীদের জন্য ঘরকে বসবাস উপযোগী করে রাখা বেশ গুরুত্বপূর্ণ। তারা যেন স্বাচ্ছন্দে খেলতে পারে, ঘোরাঘুরি করতে পারে সেজন্য যথেষ্ট জায়গা থাকাও প্রয়োজন। তবে তারা যেন ধারালো কোন কিছু দিয়ে আঘাত না পায় এবং ঘরের জিনিসপত্র যেন নষ্ট না করতে পারে সে দিকগুলো নিয়েও সতর্ক থাকা জরুরি। খেলা এবং ঘুমের জন্য আলাদা জায়গা করে দিন। এতে করে একবার তারা প্রশিক্ষণ প্রাপ্ত হলে আর কোন সমস্যার সম্মুখীনই হতে হবে না। আর তাই নিজের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাথে পোষা প্রাণীদের জন্য নিরাপদ ঘর সাজাতে উপরে উল্লেখিত টিপসগুলো অনুযায়ী সাজিয়ে নিন আপন নীড়!   

  •  
  •  
  •  
  •   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *